
যশবন্ত সিনহাই বিরোধীদের রাষ্ট্রপতি পদপ্রার্থী, শুভেচ্ছা জানিয়ে টুইট মমতার
রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়ায় যশবন্ত সিনহাকে শুভেচ্ছা জানিয়ে টুইট করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।একইসঙ্গে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। টুইটে মমতা লিখেছেন, প্রত্যেক বিরোধী দলের সমর্থনে রাষ্ট্রপতি পদপ্রার্থী হওয়ায় যশবন্ত সিনহাকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। তিনি একজন সম্মানিত এবং বিচক্ষণ ব্যক্তি। যিনি দেশের উন্নয়নের স্বার্থে মানুষের জন্য কাজ করবেন এবং দেশের নীতিকে ঊর্ধ্বে তুলে ধরবেন। একইসঙ্গে যশবন্তকে আগামিদিনের জন্য শুভেচ্ছা জানিয়ে টুইট করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক। টুইটে তিনি লিখেছেন, আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনের জন্য বিরোধী দলের প্রার্থী হিসেবে মনোনীত হওয়ায় যশবন্ত সিনহাকে শুভেচ্ছা। আমার দৃঢ় বিশ্বাস যে তাঁর চেয়ে ভাল প্রার্থী হতেই পারে না।