বুধবার রাজ্য মন্ত্রিসভায় রদবদল, বাদ যাবেন চার থেকে পাঁচ জন, নতুন আরও ৭ টি জেলার ঘোষণা

বুধবার মন্ত্রিসভায় রদবদল করা হবে। চার-পাঁচ জনকে মন্ত্রিসভা থেকে সরানো হবে। তাঁদের কে দলের কাজে লাগানো হবে। নতুন পাঁচ-ছয় জনকে নতুন করে মন্ত্রিত্বের দ্বায়িত্ব দেওয়া হবে। বুধবার বিকেল ৪ টের সময় নতুন নাম ঘোষণা করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে কারা বাদ যাবেন বা কারা অন্তর্ভুক্ত হবেন, সে বিষয়ে কোনও ইঙ্গিত দেননি মুখ্যমন্ত্রী৷ মন্ত্রিসভার ভাবমূর্তি উদ্ধার করতে বড়সড় রদবদলের সম্ভাবনা রয়েছে, এমন প্রত্যাশা ছিল রাজনৈতিক মহলের৷ এছাড়াও নতুন আরও ৭ টি জেলার ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। নতুন জেলা গুলি হল- ১) সুন্দরবন জেলা (দক্ষিণ ২৪ পরগনা), ২)ইছামতী জেলা-বনগাঁ সাব ডিভিশন (উত্তর ২৪ পরগনা), ৩) বসিরহাট ( চূড়ান্ত নামকরণ পরে হবে), ৪) রাণাঘাট (নদিয়া), ৫) বিষ্ণুপুর (বাঁকুড়া), ৬) বহরমপুর, ৭) কান্দি (মুর্শিদাবাদ)। এর ফলে পশ্চিমবঙ্গের মোট জেলা সংখ্যা গিয়ে দাঁড়াচ্ছে ৩০ ।

error: Content is protected !!