আগামী ১৪ এপ্রিল উদ্বোধন কালীঘাটের স্কাইওয়াকের, দিন ঘোষণা মুখ্যমন্ত্রীর

অবশেষে আগামী ১৪ এপ্রিল উদ্বোধন হতে চলেছে কালীঘাট মন্দিরের স্কাইওয়াকের । সোমবার নবান্নে শিল্প সমন্বয় কমিটির বৈঠক শেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘোষণা করেন । কালীঘাটের মতো ঘনবসতিপূর্ণ এলাকায় ব্রিটিশ আমলের পাইপলাইন ও নিকাশি ব্যবস্থা অক্ষত রেখে এই প্রকল্পের কাজ সম্পন্ন করা ছিল এক বড় চ্যালেঞ্জ । অবশেষে সেই কাজ সম্পূর্ণ হয়েছে ৷ আর এবার স্কাইওয়াকের আনুষ্ঠানিক উদ্বোধনের পালা । এদিন নবান্ন থেকেই এই স্কাইওয়াক উদ্বোধনের নির্ঘণ্ট ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী । একই সঙ্গে এদিন দিঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন নিয়েও সতর্কতা জারি করেছেন মুখ্যমন্ত্রী । তিনি জানান, আগামী ৩০ এপ্রিল দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধন করা হবে । তবে বিশাল জনসমাগমের কথা মাথায় রেখে যানবাহন নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে । যারা ব্যক্তিগত গাড়িতে আসতে চান, তাঁদের ২৮ এপ্রিলের মধ্যেই পৌঁছে যাওয়ার অনুরোধ করেছেন মুখ্যমন্ত্রী । উদ্বোধনের দু’দিন আগে থেকেই মন্দির সংলগ্ন তিন থেকে চার কিলোমিটার এলাকায় যান চলাচল সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে বলে জানানো হয়েছে । মুখ্যমন্ত্রী বলেন, ‘‘২৮ তারিখের পরে গাড়ি নিয়ে যেতে চাইলে দিঘা গেট থেকে হেঁটে যেতে হবে ।’’ উত্তরপ্রদেশের কুম্ভ মেলার নানা দুর্ঘটনার কথা মাথায় রেখেই এই সাবধানতা অবলম্বন করছে প্রশাসন । মুখ্যমন্ত্রী আরও বলেন, “জগন্নাথ মন্দির নিয়ে কোনও হাইপ করতে চান না তিনি ।” তিনি নিজে ২৮ এপ্রিলের আগে পৌঁছে যাবেন দীঘায় । যাঁরা আসতে চান তাঁদের আগে ভাগেই দীঘায় আসার জন্য অনুরোধ করেছেন তিনি । এছাড়াও, দোল ও হোলি উৎসব উপলক্ষে বিশেষ আয়োজনের কথাও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী । 12 মার্চ ধনধান্য অডিটোরিয়ামে বিকেল পাঁচটায় আয়োজিত হবে এই বিশেষ অনুষ্ঠান । বাংলার সংস্কৃতি যেমন গুরুত্ব পাবে, তেমনই অন্যান্য ভাষাভাষী সম্প্রদায়ের মানুষও দোল উৎসবে অংশ নেবেন একসঙ্গে । বিভিন্ন জেলা থেকে প্রতিনিধিদেরও এই অনুষ্ঠানে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন তিনি ।

error: Content is protected !!