আগামী ২১ থেকে ৩১ মে আবার শুরু হবে ‘দুয়ারে সরকার’, ঘোষণা মুখ্যমন্ত্রীর

আজ মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, আগামী ২১ মে থেকে ৩১ মে পর্যন্ত আবার চলবে ‘‌দুয়ারে সরকার’‌। এই ১০ দিন ফের আবেদন জমা নেওয়া হবে। সেই সঙ্গে ৫ থেরে ২০ মে চলবে ‘‌পাড়ায় সমাধান’‌। এদিন নবান্ন থেকে ভার্চুয়াল মাধ্যমে পুলিশ সুপার এবং জেলাশাসকদের সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী। তার পরেই ঘোষণা। মুখ্যমন্ত্রী এও জানিয়ে দিলেন, মানুষের সুবিধার্থে দুয়ারে সরকার প্রকল্প যতদিন চলবে, তত দিন খুব প্রয়োজন ছাড়া সরকারি কর্মীরা ছুটি পাবেন না। আর রবিবার এবং অন্য সরকারি ছুটির দিন বন্ধ থাকবে এই প্রকল্পের কাজ। রাজ্যে বাড়ছে গরম। এই পরিস্থিতিতে কীভাবে সুষ্ঠুভাবে ‘‌দুয়ারে সরকার’‌, ‘‌পাড়ায় সমাধান ক্যাম্প’‌ করা যাবে, সেই নিয়েই আলোচনা হয় এদিন। সামাজিক সুরক্ষাকে আরো জোরদার করতে এবং সমাজের সর্বস্তরের মানুষের কাছে সুবিধা পৌঁছে দিতেই ফের শুরু হবে আবেদন গ্রহণ। নবান্ন সূত্রে খবর, রাজ্যে মোট ১.৩৭ লক্ষ দুয়ারে সরকার ক্যাম্প হয়েছে। ৬ কোটি ৪৪ লক্ষ মানুষ দুয়ারে সরকারের ক্যাম্পে এসেছেন। তার মধ্যে ৪ কোটি ৫০ লক্ষ মানুষ পরিষেবা পেয়েছেন।

error: Content is protected !!