Latest Posts
স্বাস্থ্যসাথীতে নাম তুলেছেন ৮ কোটি ৭২ লক্ষ মানুষ, জানালেন রাজ্যের স্বাস্থ্যপ্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ফের বিধানসভা থেকে ওয়াকআউট বিজেপিরদিল্লিতে ডেকে এনে ব্রিটিশ তরুণীকে গণধর্ষণ, গ্রেফতার সমাজমাধ্যমের ‘বন্ধু’রাজ্যের মহিলা ও শিশু উন্নয়ন এবং সমাজকল্যাণ দফতরের নয়া চেয়ারপার্সন পদে নিয়োগ হলেন তাপসী মণ্ডলহোলি ও রমজান উপলক্ষে ‘উজ্জ্বলা যোজনা’য় দেওয়া হবে বিনামূল্যে গ্যাস সিলিন্ডারএলপিজি ট্যাঙ্কারের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল গাড়ি, মৃত ৭ফের যান্ত্রিক বিভ্রাট! পিছিয়ে গেল সুনীতাদের পৃথিবীতে ফেরার দিনক্ষণদোল উপলক্ষে শিয়ালদহ শাখায় বাতিল একগুচ্ছ ট্রেনচলতি মাসের শেষের দিকে ভারত সফরে আসছেন মার্কিন ভাইস প্রেসিডেন্টযাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনায় তদন্তের স্বার্থে মোবাইল ফোন পুলিশের হাতে তুলে দিতে পড়ুয়াদের নির্দেশ হাইকোর্টেরতারাপীঠ মহাশ্মশানে ভিতর বেআইনি নির্মাণ নিয়ে মামলার অনুমতি দিল কলকাতা হাইকোর্টেরদেশকে টুকরো করার চেষ্টা করবেন না, এটা আমরা মানবো নাঃ মুখ্যমন্ত্রীযাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভিতরে মিটিং-মিছিলে নিষেধাজ্ঞা প্রত্যাহার কলকাতা হাইকোর্টেরঘোলা হত্যাকান্ডে কফিতে বিষ মিশিয়ে অচৈতন্য করে গলার নলি কেটে খুন, ধৃত ২এবার ট্রাম্পকে ইরানের পালটা হুঁশিয়ারিকল্যাণী এক্সপ্রেসওয়েতে ট্রলি ব্যাগে উদ্ধার ব্যবসায়ীর দেহ, গ্রেফতার ২৪৮ ঘণ্টার মধ্যে দাবি না মানলে আরও ১০ পণবন্দিকে হত্যা করার হুঁশিয়ারি বালোচ বিদ্রোহীদেরবসন্তোৎসব করছে রাজ্য সরকার, মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন৪৬ বছরের পুরনো আইন ঘিরে অগ্নিগর্ভ অরুণাচল প্রদেশতীব্র যানজটের সম্মুখীন কোনা-দুর্গাপুর এক্সপ্রেসওয়ে, সমস্যা সমাধানের জন্য বিশেষ বৈঠক নবান্নে

নেতাজি ইনডোরে দলীয় কর্মীদের ক্লাস নিলেন মমতা, বেঁধে দিলেন ২০২৬-এর টার্গেট

বাংলায় তৃণমূল সরকার হ্যাটট্রিক করেছে ইতিমধ্যে। তিনবার বাংলার মুখ্যমন্ত্রী পদে মমতা। এই মুহূর্তে টার্গেট আরও একদফা ভোটে জয়। তার প্রস্তুতি যে দল শুরু করে দিয়েছে, বৃহস্পতিবারের সভা তারই প্রমাণ। দলনেত্রী মমতা ব্যানার্জি, নেতাজি ইনডোরে দলীয় কর্মীদের বৈঠকে স্পষ্ট করলেন, আগামী দিনে ভোটের আগে দল ঠিক কীভাবে কাজ করবে। কোন কাজে থাকবে প্রাধান্য। কোন পন্থায় হবে কাজ। তার জন্য গঠন করে দিলেন কমিটি। বাংলায় তৃণমূল সরকার হ্যাটট্রিক করেছে ইতিমধ্যে। তিনবার বাংলার মুখ্যমন্ত্রী পদে মমতা। এই মুহূর্তে টার্গেট আরও একদফা ভোটে জয়। তার প্রস্তুতি যে দল শুরু করে দিয়েছে, বৃহস্পতিবারের সভা তারই প্রমাণ। দলনেত্রী মমতা ব্যানার্জি, নেতাজি ইনডোরে দলীয় কর্মীদের বৈঠকে স্পষ্ট করলেন, আগামী দিনে ভোটের আগে দল ঠিক কীভাবে কাজ করবে। কোন কাজে থাকবে প্রাধান্য। কোন পন্থায় হবে কাজ। তার জন্য গঠন করে দিলেন কমিটি। বুঝিয়ে দিলেন, নির্বাচনের আগে, এই সময়কালে মানতে হবে দলনেত্রীর কড়া অনুশাসন, সতর্ক করলেন একাধিক বিষয়ে। মনে করালেন, এই বাংলার ঐতিহ্য, সংস্কৃতি বজায় রাখতে হবে যে কোনও মূল্যে। প্রয়োজনে বাংলায় আনতে হবে আবার জাগরণ। নেতাজি ইনডোরে সর্বস্তরের কর্মীদের সামনে বৃহস্পতিবার ঠিক কী কী বার্তা দেন, সেদিকে নজর ছিল সব পক্ষের।

•    কানাঘুষো ছিল, আইপ্যাক নিয়ে দলের মধ্যে অসন্তোষ। ভোটের আগে ভোটকৌশলী দল নিয়ে বার্তা দিলেন মমতা। বললেন পিকে-র আইপ্যাক এটা নয়। এটা নতুন টিম। এদের সঙ্গে কাজ করতে হবে, কাজে সহযোগিতা করতে হবে। এই দলের নামে অযথা উলটোপালটা কথা বলা যাবে না। অর্থাৎ সতর্ক করলেন বেফাঁস নেতাদের।

•     ভোটের আগে যুদ্ধকালীন তৎপরতায় কাজ করতে হবে ভোটার লিস্ট নিয়ে। সভামঞ্চে দাঁড়িয়ে পাতার পর পাতা প্রমাণ তুলে ধরে জানালেন, বিরাট গোলমাল ভোটার লিস্টে। এর আগেও ভোটার লিস্টে কারচুপি নিয়ে সরব হয়েছিলেন তিনি। এদিনের সভা থেকে সর্বস্তরের কর্মীদের সামনে প্রমাণ দেখিয়ে বোঝালেন কারচুপির ঘটনা ঘটেছে ঠিক কীভাবে। তৃণমূল কংগ্রেস দলনেত্রীর দাবি, বাংলায় এজেন্সি পাঠিয়ে ভোটার তালিকায় কারচুপি করার চেষ্টা চলেছে, আর এই ঘটনায় তাঁর নিশানায় গেরুয়া শিবির। নাম পড়ে পড়ে বোঝালেন, কীভাবে পঞ্জাব-হরিয়ানার বহু মানুষের নাম নাম বাংলার জেলায় জেলায় ভোটার তালিকায় ঢোকানো হয়েছে। দিল্লি থেকেই এসব হয়েছে বলে দাবি মমতার।  

•     মমতা বললেন, ভোটের সবরকমের প্রস্তুতির শুরু এবার ভোটার তালিকা থেকেই। ২০২৬ সালে আবার খেলা হবে। আর সেই জোর খেলার শুরু করতে ভোটার তালিকা স্ক্রুটিনির মধ্যে দিয়ে। আধার কার্ড কেলেঙ্কারি হয়েছে, দাবি মমতার। 

•    তৃণমূলের দলনেত্রী বললেন, ‘মাথায় রাখবেন এটা বাংলা দখল করার খেলা। বহিরাগতদের বাংলা দখল করতে দেবেন না।‘ বৃহস্পতির বৈঠক থেকেই সমস্যার সমাধানের পথ বাতলে দিলেন মমতা। কীভাবে এই কারচুপির বিরুদ্ধে কাজ করবে দল? কাজ করতে হবে বুথের কর্মীদের। সরেজমিনে কাজ করতে হবে জোরকদমে। জেলায় জেলায় তৈরি হবে কোর কমিটি। কমিটি কাজ করবে ভোটার তালিকা নিয়ে। তিনদিন পর পর তথ্য দিতে হবে তৃণমূল ভবনে।

•    কমিটি গড়ে দিলেন সুব্রত বক্সীর নেতৃত্বে। ওই কমিটিতে থাকবেন সুব্রত বক্সী, অভিষেক ব্যানার্জি, কল্যাণ ব্যানার্জি, সুজিত বসু, ডেরেক ও’ ব্রায়েন, উদয়ন গুহ, বিপ্লব মিত্র, অর্পিতা ঘোষ, কাকলি ঘোষ দস্তিদার, মমতাবালা ঠাকুর, মলয় ঘটক, পার্থ ভৌমিক, ফিরহাদ হাকিম, মালা রায়, চন্দ্রিমা ভট্টাচার্য, দেবাংশু ভট্টাচার্য, তৃণঙ্কুর ভট্টাচার্য, বাপি হালদার-সহ আরও বেশকয়েকজন। এই কমিটির সদস্যরা প্রতিদিন চারজন করে তৃণমূল ভবনে বসবেন প্রতিদিন। জেলার তথ্য শুনে, সমাধান করবেন তাঁরা। তাঁরা না পারলে, বলতে হবে খোদ মমতাকে।

•    দলীয় কর্মী, কাউন্সিলর, জেলা সভাপতি থেকে সর্বস্তরের কর্মী, যাঁরা কাজে ফাঁকি দেন বলে খবর, এদিন তাঁদের সতর্ক করেন দলনেত্রী। সাফ বললেন, ‘মানুষ কাকে ভাল বলছে, কাকে খারাপ বলছে সব খবর রাখি।‘ ভাল কাজের গুরুত্ব রয়েছে দলে, বুঝিয়ে দিলেন তাও। পদে থেকে কাজ করতে হবে মানুষের জন্য। অন্যথায় হারাতে পারেন পদও, ভোটের আগে সতর্ক করলেন সেই বিষয়েও।

•    মমতা বললেন, ‘এই ভোট বিজেপি সিপিএম-এর জামানত জব্দ করার ভোট।‘ দলীয় কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে মানুষের সঙ্গে সংযোগ স্থাপন করতে হবে। সংগঠন আরও শক্তিশালী কর‍তে হবে। এলাকায় কে আসছে, না আসছে নজর রাখতে হবে দলীয় কর্মীদের। এলাকায় যাতে কোনও অনভিপ্রেত ঘটনা না ঘটে, নজর রাখতে হবে সেদিকে, দলনেত্রী

error: Content is protected !!