
নয়া ওয়াকফ আইন নিয়ে আগামী ১৬ এপ্রিল নেতাজি ইন্ডোরে ইমামদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর
রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, এ রাজ্যে ওয়াকফ আইন কার্যকরী হবে না। এবার সেই ওয়াকফ আইন নিয়ে বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ১৬ এপ্রিল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ইমাম-মোয়াজ্জেমদের এক সভায় উপস্থিত হবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। থাকবেন ইমাম, মৌলবীরাও। কেন্দ্রের তরফে সংসদে পাস করানো ওয়াকফ আইন সংক্রান্ত বিষয়ে বক্তব্য রাখবেন মুখ্যমন্ত্রী। জানাবেন প্রতিবাদ। প্রথম থেকেই ওয়াকফ বিলের বিরুদ্ধে গর্জে উঠেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রেক্ষাপটে বুধবার নেতাজি ইন্ডোরের সভায় দলের অবস্থান তৃণমূল নেত্রী আরও স্পষ্ট করবেন। কেন্দ্রের বিজেপি সরকার যখন থেকে ওয়াকফ বিল আনার প্রক্রিয়া শুরু করে তখন থেকেই প্রতিবাদে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। মুসলিম সম্প্রদায়কে আঘাত করার পরিকল্পনা কেন? বিজেপির উদ্দেশে এই প্রশ্নই ছুড়ে দেয় রাজ্যের শাসক দল। পরবর্তীকালে দেখা গিয়েছে, সংসদের উভয় কক্ষে ওয়াকফ বিল পেশ করে কেন্দ্রীয় সরকার। তখনও তৃণমূল সাংসদরা তার তীব্র প্রতিবাদ জানান। এই আবহে আগামী ১৬ তারিখ নেতাজি ইন্ডোরের সভা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কলকাতার নাখোদা মসজিদের ইমাম মহম্মদ শফিক কাশমি বলেন, ১৬ এপ্রিল অল ইন্ডিয়া ইমাম মোয়াজ্জেম সোশ্যাল অ্যান্ড ওয়েলফেয়ার অর্গানাইজেশনের তরফে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে একটি সভার আয়োজন করা হয়েছে। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের কাছে আমাদের দাবি, ওয়াকফ আইন প্রত্যাহার করতে হবে। এটি মুসলিম সমাজের পক্ষে ক্ষতিকর। আমাদের সঙ্গে কেন্দ্র আলোচনা করতে পারে। কিন্তু আমাদের সম্পত্তি কব্জা করার প্রতিবাদ জানাচ্ছি। ওইদিন মুখ্যমন্ত্রী কী বার্তা দেন, সেদিকেই তাকিয়ে রয়েছে মুসলিম সমাজ ও গোটা রাজনৈতিক মহল। বিজেপির বিরুদ্ধে মমতা আরও সুর চড়াবেন বলেই মনে করছে রাজনৈতিক মহল। সেদিন তিনি অন্যকোনও কর্মসূচি ঘোষণা করেন কি না, সেদিকেও নজর রয়েছে সকলের। মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে, বিজেপির পাতা ফাঁদে কেউ পা দেবেন না। বাংলায় অস্থিরতা তৈরির মতলব করছে বিজেপি। উল্লেখ্য, এই ওয়াকফ আইনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করেছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র।