
আজ বিধানসভায় ২ দফায় ১৪৩ জন বিধায়কের শপথ
আজ বিধানসভায় বেলা ১১ টা থেকে শুরু হল শপথ গ্রহণ অনুষ্ঠান। প্রথম দফায় মোট ৭৪ জন বিধায়ক শপথ নেবেন। বিধায়কদের শপথ বাক্য পাঠ করাচ্ছেন প্রোটেম স্পিকার সুব্রত মুখোপাধ্যায়। বেলা ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত মোট ৭৪ জন বিধায়ক শপথ নেবেন। দুপুর ২টো থেকে ৪ টে পর্যন্ত মোট ৬৯ জন বিধায়ক শপথ নেবেন। যাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন, পার্থ চট্টোপাধ্যায়, শোভনদেব চট্টোপাধ্যায়, অতীন ঘোষ, শশী পাঁজা, জ্যোতিপ্রিয় মল্লিক, মদন মিত্রের মতো নেতারা। শপথ নিয়েছেন তৃণমূলের তারকা প্রার্থীরাও। তালিকায় রয়েছেন রাজ চক্রবর্তী, বীরবাহা হাঁসদা, কাঞ্চন মল্লিক, জুন মালিয়া, চিরঞ্জিত। তৃণমূলের মনোজ তিওয়ারি ও বিজেপির অশোক দিন্দা, দুই ক্রিকেটার থেকে হওয়া বিধায়কও আজ শপথ নিয়েছেন বলে জানা গিয়েছে।আজ বিধানসভায় আসেন মমতা বন্দ্যোপাধ্যায়। শপথ গ্রহণের পর্ব দেখতে তিনি বিধানসভায় আসেন।