বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় শাহ ICC-র চেয়ারম্যান হতেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে খোঁচা মমতার

ICC চেয়ারম্যান হয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পুত্র জয় শাহ। এ নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি খোঁচাও দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনীতিক না হয়েও জয় ‘ক্ষমতাশালী’ হয়ে উঠেছেন বলে কটাক্ষ মমতার। জয় শাহ ICC-র চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় বৃহস্পতিবার নিজের এক্স হ্যান্ডলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী। একই সঙ্গে কটাক্ষের সুরে মমতা পোস্টে লেখেন, ‘আপনার ছেলে রাজনীতিক হননি, তবে তিনি ICC-র চেয়ারম্যান হয়েছেন। যে পদ অনেক রাজনীতিকের তুলনায় অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনার ছেলে সত্যিই খুব খুব ক্ষমতাশালী হয়ে উঠেছেন এবং তাঁর এই সাফল্য ও উচ্চতালাভের জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।’ গত মঙ্গলবার আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার চেয়ারম্যান ঘোষিত হয়েছেন জয় শাহ। বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব হন জয় শাহ। তিনি BCCI-এর সচিব। যদিও, বর্তমান ICC চেয়ারম্যান গ্রেগ বার্কলের মেয়াদ রয়েছে ১ ডিসেম্বর অবধি। সে দিন থেকেই ICC-র নতুন চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করবেন জয় শাহ। তবে, জয় শাহ-র ICC চেয়ারম্যান পদ পাওয়ার পর থেকেই গুঞ্জন শুরু হয়েছে রাজনৈতিক মহলে।