
‘আগামী দিনে তোমরা আরও সফল হবে’, মাধ্যমিকে উত্তীর্ণদের অভিনন্দন মুখ্যমন্ত্রীর
মাধ্যমিকে উত্তীর্ণদের অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি শুভেচ্ছা জানিয়েছেন অভিভাবক ও শিক্ষক-শিক্ষিকাদেরও ৷ সফল ছাত্রছাত্রীদের অভিনন্দন জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও ৷ আজ প্রকাশিত হয়েছে এ বছরের মাধ্যমিকের ফলাফল ৷ পরীক্ষার 70 দিনের মাথায় ফল প্রকাশ করেছে মধ্যশিক্ষা পর্ষদ। এবার মাধ্যমিকে পাশের হার ৮৬.৫৬ শতাংশ ৷ মেধাতালিতায় প্রথম দশে রয়েছে ৬৬ জন ৷ এবছর ৬০ শতাংশের বেশি পেয়েছে ১,২৭,৭১৬ জন ৷ পাশের হারে শীর্ষে পূর্ব মেদিনীপুর জেলা, দ্বিতীয় স্থানে কালিম্পং, তৃতীয় স্থানে কলকাতা ও চতুর্থ স্থানে রয়েছে পশ্চিম মেদিনীপুর ৷ এদিন ফলপ্রকাশের পরই ছাত্রছাত্রীদের অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, “এবারের মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীকে জানাই আমার আন্তরিক অভিনন্দন ! আগামী দিনে তোমরা আরও সফল হবে – এই প্রত্যাশা আমি রাখি । তোমাদের জীবনের এই স্মরণীয় দিনে, আমি তোমাদের বাবা-মা, অভিভাবক-অভিভাবিকা এবং শিক্ষক-শিক্ষিকাদেরও আমার আন্তরিক শুভেচ্ছা জানাই । তাঁদের সমর্থন ও পথনির্দেশই তোমাদের এই সাফল্যকে সম্ভব করে তুলেছে ।” যাঁদের ফল ভালো হয়নি, তাঁদের হতাশ না-হওয়ার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী ৷ তিনি লিখেছেন, “যারা আজ ভালো ফল করতে পারোনি তাদের বলব: হতাশ হয়ো না । চেষ্টা করো । আগামীদিনে সাফল্য আসবেই । তোমাদের সকলকে আরও একবার আমার প্রাণভরা আশীর্বাদ ও শুভকামনা জানাই । ভালো থেকো সকলে ।” এদিন সফল পরীক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও ৷ তিনি এক্স হ্যান্ডেলে লেখেন, “আজ মাধ্যমিক পরীক্ষা ২০২৫-এর ফল প্রকাশ হল । পাশের হার ৮৬.৫৬% । সফল ছাত্রছাত্রীদের প্রতি রইলো আমার আন্তরিক অভিনন্দন । আশা করবো তোমরা জীবনের সব ক্ষেত্রে সফল হবে, বাংলার মুখ উজ্জ্বল করবে এবং ভবিষ্যতে কৃতিত্বের স্বাক্ষর রাখবে ।”