
চাকরি হারানো গ্রুপ সি-গ্রুপ ডি কর্মীদের প্রত্যেক মাসে অনুদান, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
চাকরিহারা গ্রুপ সি ও গ্রুপ ডি-র কর্মীদের জন্য সরকারিভাবে আর্থিক সহায়তার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার রাজ্য মন্ত্রিসভার বৈঠক শেষে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন এ ব্যাপারে শ্রম দফতরের অধীনে নতুন প্রকল্প গ্রহণ করা হয়েছে। বুধবার নবান্ন থেকে মুখ্যমন্ত্রী বলেন, ‘গ্রুপ সি ও গ্রুপ ডি-র মাইনে পাচ্ছেন না যাঁরা, সিদ্ধান্ত নিয়েছিলাম আপনাদের জানিয়েছিলাম। আমরা একটা পলিসি তৈরি করেছি। এখানে পিল খেলে কিল দেয়। ওয়েস্ট বেঙ্গল লেবার ডিপার্টমেন্টের অধীনে একটা স্কিমের অধীনে ২০২৫-এর ১ এপ্রিল থেকে গ্রুপ সি ২৫ হাজার ও গ্রুপ ডি ২০ হাজার টাকা করে পাবে।’