তৃণমূল বিধায়ক-মন্ত্রীদের বিধানসভার অধিবেশনে প্রতিদিন হাজিরা দিতে হবে, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

বিধানসভার চলতি বাজেট অধিবেশনে দলের বিধায়ক ও মন্ত্রীদের প্রতিদিন হাজির থাকার নির্দেশ দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার নজরুল মঞ্চে দলের সাংগঠনিক সভায় বিধায়ক-মন্ত্রীদের উদ্দেশে তিনি বলেন, ‘বিধানসভার বাজেট অধিবেশন আগামী ২৮ মার্চ পর্যন্ত চলবে। প্রতিদিনই ভোটাভুটি চলবে। আর বাজেট নিয়ে ভোটাভুটিতে হেরে যাওয়া মানে সরকার পড়ে যাওয়া। তাই বিধায়কদের প্রতিদিনই অধিবেশনে পুরো সময়ের জন্য থাকতে হবে। মন্ত্রীরাও অধিবেশন চলাকালীন কলকাতার বাইরে যাবেন না। জেলা সফর আপাতত বন্ধ রাখুন। বিধানসভায় বসেই কাজ করুন।’ শাসকদলের বিধায়ক ও মন্ত্রীদের একাংশের অধিবেশনের অনিয়মিত হাজিরা নিয়ে বেশ কয়েকবার পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কাছে বেশ কয়েকবার উষ্মাও প্রকাশ করেছেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। অধ্যক্ষের কাছ থেকে অভিযোগ পেয়ে দলীয় বিধায়কদের অনিয়মিত হাজিরা নিয়ে সতর্কও করেছিলেন তৃণমূল কংগ্রেসের মুখ্যসচেতক নির্মল ঘোষ। কিন্তু তাতে পরিস্থিতি বদলায়নি। তাই শেষ পর্যন্ত এ বিষয়ে হস্তক্ষেপ করলেন তৃণমূল সুপ্রিমো। এদিন সাংগঠনিক সভায় হাজির বিধায়ক-মন্ত্রীদের উদ্দেশে বলেন, ‘বাজেট অধিবেশন চলছে। বিধানসভায় প্রতিদিন আসতে হবে। সকালে সই করে বিকেলে পালিয়ে গেলাম, তা চলবে না। বিধানসভাকেও স্কুল-কলেজের মতো ভাবতে হবে। ছুটি না হওয়া পর্যন্ত থাকতে হবে। মন্ত্রীরাও অধিবেশন চলাকালীন জেলায় যাবেন না। বিধানসভায় বসেই প্রশাসনিক কাজকর্ম সামাল দিন। জেলা থেকে বিধায়করা আসবেন, তাঁদের সঙ্গে সমন্বয় করুন। জেলায় কীভাবে কাজকর্ম চলছে, তা নিয়ে খোঁজ নিন।’

error: Content is protected !!