বাংলার মাটি সম্প্রীতির মাটি, সকলের হয়ে দোয়া করছি, শান্তি, ঐক্য বজায় থাকুক, সবাই ভাল থাকুক: মুখ্যমন্ত্রী

 সোমবার প্রায় এক দশক পর ফুরফুরা শরিফে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘আমি যেমন দোলে শুভেচ্ছা জানাই তেমনই রমজানেও শুভেচ্ছা জানাই’। বস্তুত, সোমবারে মুখ্যমন্ত্রীর এই সফর ঘিরে বিরোধী রাজনৈতিক দলগুলির তরফে নানারকম মন্তব্য করা হয়েছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ফুরফুরায় যাওয়ার উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিরোধীদের একাংশ। অনেকের মত ছিল, ভোটের আগে মূলত রাজনৈতিক ফায়দা তুলতে সেখানে যাচ্ছেন মমতা। অর্থাৎ সামনের বছর বিধানসভা নির্বাচনের আগে ভোটব্যাঙ্ক বাড়াতে যাচ্ছেন তৃণমূল নেত্রী।মঞ্চ থেকে নাম না করে পাল্টা জবাব দিলেন মুখ্যমন্ত্রী। একপ্রকার প্রশ্ন ছুড়ে দিলেন যেন। বললেন, দুর্গাপুজো বা কালীপুজোয় গেলে তো প্রশ্ন ওঠে না, প্রশ্ন ওঠে না কাশী বিশ্বনাথ, পুস্করে গেলে কেউ প্রশ্ন করেন না।  মুখ্যমন্ত্রী সাফ বোঝালেন রাজ্যে সম্প্রীতি বজায় রাখতে তিনি যে কোনও আপস করতে রাজি নন। বলেন, ‘বাংলার মাটি সম্প্রীতির মাটি’। সকলের মঙ্গল কামনায় মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেন, ‘সকলের হয়ে দোয়া করছি। সম্প্রীতি, শান্তি, ঐক্য বজায় থাকুক। সবাই ভাল থাকুক’। দোলের পর এদিন ফুরফুরা শরিফে গিয়ে পীরজাদাদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে মমতার।  মুখ্যমন্ত্রী এ দিন বলেন, ‘আমি খ্রিষ্টানদের অনুষ্ঠানেও যাই, ইদ মোবারকেও যাই, নিজে ইফতার করি, পাঞ্জাবিদের গুরুদ্বারে যাই, গুজরাটিদের ডান্ডিয়া নাচেও যাই…। আমি মনে করি, বাংলার মাটি সাম্প্রদায়িক সম্প্রীতির মাটি। সকলের হয়ে আজ দোয়া করলাম।’

error: Content is protected !!