পার্কস্ট্রিটের ক্রিসমাস কার্ণিভালের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

পার্ক স্ট্রিটের ক্রিসমাস কার্ণিভালের শুভ উদ্বোধনে করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে রয়েছেন মন্ত্রী ইন্দ্রনীল সেন ও মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। গত ২০১১ সালে পরিবর্তনের পরে রাজ্যের মা মাটি মানুষের সরকারের হাত ধরে ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচেষ্টায় কলকাতার বুকে পার্ক স্ট্রিটে শুরু হয় ক্রিসমাস কার্ণিভাল। এবারে তা ১১ বছরে পা দিল। কোভিডকালেও এবারে রাজ্য সরকার সেই কার্ণিভালের আয়োজনে করেছে। সমস্ত রকমের কোভিড বিধি মেনে সেই উৎসবের আয়োজন করা হবে। এই কারণেই আগামী ২৫ তারিখ থেকে ১ জানুয়ারি রাজ্যে করোনা বিধি নিষেধে ছাড়পত্র দেওয়া হয়েছে।  তিনি এদিন জানালেন, ২০২২ সাল থেকে রাজ্যে বড় করে পালিত হবে বড়দিন। শুধু কলকাতা নয়, বড়দিন পালিত হবে প্রতিটি জেলায়। মুখ্যমন্ত্রীর কথায়, ‘পিস ইজ দ্য মেন্টাল সলিউশন।’ তিনি এও বলেন, জাতির সেবা করেন সন্ন্যাসী ও চার্চের ধর্মগুরুরা, তাদের সম্মান জানাই। অ্যালেন পার্ক থেকে বড়দিনের শুভেচ্ছা জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‌আমি নিজেও ২৪ তারিখ রাতের প্রার্থনায় থাকব। প্রতি বছরই থাকি। রাজ্য সরকারের পক্ষ থেকে গোটা দেশ গোটা বিশ্বের মানুষকে বড়দিনের শুভেচ্ছা জানাই। ফ্রম ভ্যাটিকান টু গোয়া, গোয়া টু কলকাতা। বড়দিনের অনুষ্ঠান আরও বড় করার চেষ্টা করুন। কৃষ্ণনগর, ব্যান্ডেল, ঝাড়গ্রামেও কত চার্চ আছে।’‌ এরপরই  মুখ্যমন্ত্রী অভিযোগের সুরে বলেন, ‘‌দিন দিন দেশজুড়ে রাজনৈতিক উত্তেজনার পারদ চড়ছে। রাজনৈতিক দূষণ চলছে দেশজুড়ে। যদি শান্তি বজায় রাখতে হয় তবে মুখে হাসি রাখতে হবে। তবেই মানসিক শান্তি থাকবে। গোটা দেশে সম্প্রীতি, একতা বজায় রাখতে হবে। যে যার ধর্ম পালন করুন। কিন্তু দেশ মজবুত রাখতে গেলে ঐক্য মজবুত রাখতে হবে। আমাদের লড়াই করতে হবে। লড়াই আমরা করে নেব। বেদ থেকে বলি, আমরা একতার কথা বলি।’‌

error: Content is protected !!