বুধবার মালদা সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী
পঞ্চায়েত নির্বাচনের আগে আরও একবার জেলা সফরে বার হচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সব কিছু ঠিক থাকলে আগামী ৩ মে অর্থাৎ সামনের বুধবার তিনি যাবেন মালদা জেলায়। সেখানে ৪ তারিখ থাকছে তাঁর প্রশাসনিক বৈঠক। সেই বৈঠকে মালদা জেলার পাশাপাশি উত্তর দিনাজপুর জেলার প্রশাসনিক আধিকারিকেরাও থাকতে পারেন বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। অর্থাৎ একটি বৈঠকেই মুখ্যমন্ত্রী ২টি জেলার অবস্থা পর্যালোচনা করে নেবেন। সূত্রে জানা গিয়েছে, এই বৈঠকে উত্তর দিনাজপুর জেলার থাকার কথা ছিল না। কিন্তু কালিয়াগঞ্জের ঘটনার পরে মালদার বৈঠকেও মুখ্যমন্ত্রী উত্তর দিনাজপুর জেলার প্রশাসনিক আধিকারিকদের ডেকে নিতে পারেন বলে সূত্রে জানা গিয়েছে।