দলের একটাই গ্রুপ নাম তৃণমূল, বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের

তৃণমূল সমস্ত সভা থেকেই দলে গোষ্ঠীদ্বন্দ কমাতে বারবার নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরেও দলের মধ্যে দ্বন্দ বজায় রয়েছেই। বিভিন্ন জেলায় জেলা সভাপতি কিংবা কাউন্সিলর বা প্রধানদের লবির সঙ্গে অশান্তি লেগেই থাকে অন্য লবির। যুব’র সঙ্গে সিনিয়র নেতাদের লড়াই হয়। এটা যেন না চলতে থাকে, বুধবার নেতাজি ইন্ডোরে তৃণমূলের সাংগঠনিক নির্বাচন থেকে ফের একবার স্মরণ করিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তৃণমূল নেত্রী স্পষ্ট বার্তা দিয়ে বলেন, ‘জোর করে কাউকে দলে নেব না। দলে একটা সামঞ্জস্য থাকবে। দলের একটাই গ্রুপ থাকবে। ঘরকে মজবুত করে। বিজেপিকে কেন্দ্র থেকে হটাতে হলে নিজেদের ঘর সামলান। দু’বছরে নিজেদের এত শক্তিশালী করুন যে ৪২টি আসনই দল পায়। দলে কেউ কারও সঙ্গে দ্বন্দ্বে জড়াবেন না, দলই শেষ কথা।’ তৃণমূল নেত্রী এদিন আরও বলেন, ‘বিজেপি থেকে ৭-৮ জন বিধায়ক আসবে বলে তৈরি আছে। কিন্তু আমরা সেই বিষয়ে এখনই কোনও সিদ্ধান্ত নেব না। দলে একাধিক নেতা বলে আমি ওর গ্রুপের লোক, ওটা আমার গ্রুপ, সেসব ভুলে যান। দল বড় হচ্ছে সামনে কঠিন লড়াই। মোদিকে হারাতে গেলে নিজের ঘর আগে সামলাতে হবে। তাই কোনও গ্রুপ নয়। তৃণমূলে একটাই গ্রুপ, সিম্বল ঘাসফুল। অনেক সুখ, দুঃখ, ঝড়, ঝঞ্ঝা, মেঘ, রৌদ্র, পেরিয়ে দল আজকে এই জায়গায় এসেছে। মাথায় রাখবেন সেটা। একদিনে জাতীয় দল হয় নি। বাংলা আমাদের ভিত্তি। তাই আপনাদের এখানেই আগে দলকে আগকে রাখতে হবে। আপনারা বাংলায় দলকে আগলে রাখুন, আর আমাকে বলুন বিজেপিকে হটাতে দিদি আপনি দেশে যান।’

error: Content is protected !!