ভাতৃদ্বিতীয়ায় নতুন গান লিখলেন মমতা বন্দ্যোপাধ্যায়

দুর্গাপুজোয় প্রতিবারই গান আসে মমতা বন্দ্যোপাধ্যায়ের। তবে এবার ভাইফোঁটা স্পেশাল গান নিয়ে এলেন মুখ্যমন্ত্রী। বলা ভালো, বাঙালি ভাইয়ের কপালে ফোঁটা দেওয়ার সময় চার লাইনের যে মন্ত্র উচ্চারণ করে, সেটাকেই নতুন ভাবে তুলে ধরেছেন রাজ্যবাসীর কাছে। এটাই ‘দিদি’র তরফ থেকে ভাইফোঁটার উপহার। ‘ভাইয়ের কপালে দিলাম ফোঁটা/ মঙ্গল দীপে জ্বলুক শিখা’, এই দুই লাইনই তুলে ধরা হয়েছে। তৃণমূলের তথ্যপ্রযুক্তি সেলের রাজ্য সাধারণ সম্পাদক নীলাঞ্জন দাস শেয়ার করে নিয়েছেন সেই ভিডিয়োটি। এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘ভ্রাতৃদ্বিতীয়া উপলক্ষে মাননীয়া মুখ্যমন্ত্রী @MamataOfficial -এর নতুন গান।’ জানা যাচ্ছে, গানের কথা ও সুর দুটোই মমতার। কালীপুজো উপলক্ষ্যেও নতুন গান লিখেছিলেন তিনি। সেই গানের নাম হল আলোর সাথে নিশীথ রাতে মা এসেছেন ঘরে। গানটি যে কেবল মুখ্যমন্ত্রী লিখেছেন সেটাই নয়, তিনি গানটির সুরও দিয়েছেন। গানটি গেয়েছেন ইন্দ্রনীল সেন। আর হিসেব করলে মমতার লেখা ও সুর করা গানের সংখ্যা ১৫০ ছাড়িয়েছে। 

https://twitter.com/i/status/1852711970333397492

error: Content is protected !!