কামাখ্যা মন্দিরে পুজো দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা পৌরভোটে তৃণমূলের জয় জয়কার ৷ আজ গণনা প্রক্রিয়া শুরু হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই পরিষ্কার হয়ে যায় কলকাতাবাসী ফের মমতা বন্দ্য়োপাধ্যায় ও তাঁর দলের প্রতিই আস্থা রেখেছে ৷ আর এই আনন্দের দিনে অসমের কামাখ্যা মন্দিরে গিয়ে রাজ্যবাসীর জন্য পুজো দিলেন মমতা বন্দ্য়োপাধ্যায়৷ এদিন কলকাতা পৌরভোটে তৃণমূলের জয় নিশ্চিত হওয়ার পরেই কলকাতাবাসীকে অভিনন্দন ও ধন্যবাদ জানিয়ে শহর ছাড়েন তৃণমূল সুপ্রিমো ৷ এদিন অসমে পূর্ব-নির্ধারিত কর্মসূচি রয়েছে তাঁর ৷ ত্রিপুরা, মেঘালয় এবং গোয়ার পর অসমেও শিকড় বিস্তারে উদ্যোগী হয়েছে তৃণমূল। তার নীল নকশা প্রস্তুতেই মঙ্গলবার গুয়াহাটিকে পা রাখেন। কিন্তু কলকাতায় ভোটের ফলাফল কোন দিকে এগোচ্ছে, সে দিকে আগাগোড়া নজর ছিল তাঁর। তাই জয়ের খবর নিশ্চিত হতেই গুয়াহাটিতে নেমে সটান কামাখ্যা মন্দিরে হাজির হন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে পুজো দিয়ে, প্রার্থনা সেরে তবেই বেরোন। তার পর বগলামুখী মন্দিরেও পুজো দেন।

error: Content is protected !!