একাধিক কর্মসূচি নিয়ে গোয়া পৌঁছালেন মমতা বন্দ্যোপাধ্যায়

গোয়া পৌঁছালেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়। রবিবার বিকেলে গোয়া বিমানবন্দরে নামেন মমতা বন্দ্য়োপাধ্য়ায় । তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে ১৩ ও ১৪ ডিসেম্বর, অর্থাৎ সোম ও মঙ্গলবার একগুচ্ছ কর্মসূচি রয়েছে মমতার। কলকাতা পুরভোট যখন দরজায় কড়া নাড়ছে, ঠিক তখনই মমতার গোয়া সফর ঘিরে আগ্রহ রয়েছে জাতীয় রাজনীতির দরবারে। রবিবার প্রচারে বেরিয়ে ফিরহাদ হাকিম বলেছেন, “এটাই আমার রাজনৈতিক জীবনে সবচেয়ে সহজ পুরভোট।” হাই ভোল্টেজ ছোট লাল বাড়ির লড়াইয়ের সামান্য আগে গোয়ার কর্মসূচিও সে কথাই জানান দিচ্ছে। তৃণমূলের জেতা ম্যাচ অন্য প্লেয়ারদের খেলার ভার দিয়ে মমতা চলেছেন বড় যুদ্ধ জয়ের লক্ষ্যে।

error: Content is protected !!