জয়নগরের সভাস্থলে মুখ্যমন্ত্রী, সারলেন জনসংযোগ
জয়নগরে প্রশাসনিক সভার আগে জনসংযোগ সারলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার হেলিপ্যাড থেকে নেমে মুখ্যমন্ত্রী সাধারণ মানুষের সঙ্গে কথা বলতে বলতে পাঁয়ে হেঁটে সভাস্থলে যান। প্রায় দেড় কিমি পথ এদিন হাঁটেন মমতা। মুখ্যমন্ত্রীকে কাছে পেয়ে আপ্লুত স্থানীয় বাসিন্দারা। সেখানে আদিবাসী ছন্দে পা মেলান তিনি। এরপর উঠে যান মঞ্চে। এদিন দক্ষিণ ২৪ পরগনার জয়নগর ১ নম্বর ব্লকের অন্তর্গত বহরু উচ্চ-বিদ্যালয়ের সংলগ্ন মাঠে পরিষেবা প্রদান অনুষ্ঠানে যোগ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জয়নগরের এই অনুষ্ঠানে ৫৪২ কোটি টাকার বেশি অর্থ মূল্যের প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী। আজ, মঙ্গলবার এই অনুষ্ঠান স্থলে পৌঁছে ধামসা, মাদলের তালে পা মেলান তিনি। এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, মন্ত্রী বঙ্কিম হাজরা, প্রতিমন্ত্রী দিলীপ মন্ডল, সাংসদ শুভাশিস চক্রবর্তী, বিধায়ক সমীর জানা, বিধায়ক লাভলি মৈত্র, বিধায়ক অশোক দেব। এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন মুখ্যসচিব বি পি গোপালিকা, স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তী সহ একাধিক দপ্তরের সচিবরা।