
লালন শেখের মৃত্যু নিয়ে কড়া প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রীর
বগটুই কাণ্ডের মূল অভিযুক্ত লালন শেখের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনা নিয়ে রাজনৈতিক তরজা উঠেছে তুঙ্গে৷ এ বার তা নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তীব্র প্রতিক্রিয়া দিলেন মেঘালয়ের সভা থেকে৷মমতা এ দিন মেঘালয়ের সভা মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়বলেন, ‘‘সে সিবিআই কাস্টডিতে কী করে মারা গেল? আমরা ইস্যুটা তুলছি৷ এফআইআর হয়েছে ইতিমধ্যেই। আমরা ঘটনার নিন্দা করছি৷’’ মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য যথেষ্ট তাৎপর্য বহন করছে, কারণ এই নিয়ে প্রথমবারের জন্য প্রতিক্রিয়া দিলেন তিনি৷ অন্যদিকে গত কলই তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ তোলেন শুভেন্দুর ডিসেম্বর মন্তব্যের প্রসঙ্গ৷ ১২ ডিসেম্বরেই এই ঘটনা ঘটায় কুণাল সন্দেহ প্রকাশ করে বলেন, তা হলে কী এই ঘটনার কথাই বলতে চাইছিলেন শুভেন্দু৷ তিনি শুভেন্দুকে নিয়ে তদন্তের কথাও বলেন৷ অন্য দিকে ঘটনার প্রেক্ষিতে প্রতিক্রিয়া দিতে গিয়ে শুভেন্দু আংশিক দায় রাজ্য সরকারের পুলিশের উপরেও চাপান৷ তিনি বলেন, নিরাপত্তার দায়িত্বে তো পুলিশও ছিল, তা হলে কেন এমন ঘটনা ঘটল৷ তিনি ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করেন৷