বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে উপহারের ডালি পাঠালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন বাংলার (পশ্চিমবঙ্গ) মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ প্রসঙ্গত, বুধবার (২৮ সেপ্টেম্বর, ২০২২) ছিল হাসিনার ৭৫ বছর পূর্তির জন্মদিন ৷ সেই উপলক্ষে টুইটে শুভেচ্ছাবার্তা দেওয়ার পাশাপাশি হাসিনাকে উপহার পাঠানোরও বন্দোবস্ত করেন মমতা ৷ সূত্রের খবর, টুইটে অভিনন্দন জানানোর পাশাপাশি ব্যক্তিগতভাবেও হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন মমতা ৷ সেই সঙ্গে পাঠিয়েছেন ফুল এবং উপহার ৷ বুধবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের কার্যালয়ের পক্ষ থেকে কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাই কমিশনে সেইসব সামগ্রী পাঠিয়ে দেওয়া হয়েছে ৷ সূত্রের খবর, বৃহস্পতিবার সেই উপহার পৌঁছে যাবে হাসিনার কাছে ৷ এদিনই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের শুভেচ্ছাবার্তা-সহ উপহারের ডালি কলকাতা থেকে ঢাকার উদ্দেশে রওনা করে দেওয়া হয়েছে ৷