অক্ষয় তৃতীয়াতে দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন, প্রস্তুতি খতিয়ে দেখতে আগামীকাল বৈঠক মুখ্যমন্ত্রীর

অক্ষয় তৃতীয়ার পুণ্যতিথিতে আনুষ্ঠানিকভাবে খুলতে চলেছে দিঘায় জগন্নাথ মন্দিরের দ্বার । এই মন্দির উদ্বোধনের আগেই সার্বিক প্রস্তুতি পর্যালোচনায় বুধবার নবান্নে বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । ওই বৈঠকে উপস্থিত থাকবেন মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, ডিজি-সহ রাজ্য প্রশাসনের শীর্ষ আধিকারিকরা এবং একাধিক দফতরের মন্ত্রী বলে সূত্রের খবর । ৩০ এপ্রিল দিঘার মন্দির প্রাঙ্গণে মুখ্যমন্ত্রীর হাতেই উদ্বোধন হবে বহু প্রতীক্ষিত এই জগন্নাথ মন্দিরের । তার আগে ২৯ এপ্রিল মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠার আচার হবে পাণ্ডিত্যপুর্ণ ধর্মীয় অনুষ্ঠান মেনে । রাজ্য প্রশাসনের আশঙ্কা, সেই সময় দিঘায় প্রবল জনসমাগম হতে পারে । তাই যান চলাচল, নিরাপত্তা, আবাসন এবং প্রাথমিক পুজোর ব্যবস্থাপনা সংক্রান্ত যাবতীয় বিষয়ে বুধবার মুখ্যমন্ত্রী খতিয়ে দেখবেন বিস্তারিত রিপোর্ট । ওই বৈঠকে দিঘা উন্নয়ন পর্ষদ, পর্যটন দফতর, পূর্ত দফতর এবং পুলিশ প্রশাসনের আধিকারিকদের পক্ষ থেকে তুলে ধরা হবে মাঠ-পর্যায়ের প্রস্তুতির হালহকিকত । ইতিমধ্যে প্রশসানের তরফে জানানো হয়েছে, ২৮ এপ্রিল থেকে জগন্নাথ মন্দির চত্বর ঘিরে প্রায় চার কিলোমিটার এলাকাজুড়ে যান চলাচল নিষিদ্ধ থাকবে । ভিআইপিদের জন্য তৈরি হচ্ছে অস্থায়ী হেলিপ্যাড । সাধারণ দর্শনার্থীদের অনুরোধ করা হয়েছে, ২৮ এপ্রিলের মধ্যেই দিঘা পৌঁছে যাওয়ার জন্য ।

error: Content is protected !!