আগামী ৭ ডিসেম্বর সাংসদদের নিয়ে দিল্লিতে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী

আগামী ৭ ডিসেম্বর দিল্লিতে সাংসদ সৌগত রায়ের বাড়িতে দলের সমস্ত সাংসদকে নিয়ে বৈঠকে বসতে চলেছেন তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । বৈঠকে দলের সব সাংসদকে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলেও সূত্র মারফত জানা গিয়েছে। সংসদে শীতকালীন অধিবেশন শুরুর আগে এই বৈঠক তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। উল্লেখ্য, সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে নবান্নে গিয়েছিলেন দলের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রায় মিনিট চল্লিশ সেখানে ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সূত্র মারফত জানা গিয়েছিল, ওই দিনও সংসদের অধিবেশনে তৃণমূলের রণনীতি নিয়ে আলোচনা হয়েছে দুইজনের। এবার ফের একদফা বৈঠক হতে চলেছে দিল্লিতে।