আজই জেলা সফর যাচ্ছেন মুখ্যমন্ত্রী
আবার প্রশাসনিক বৈঠকে জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুরু করেছেন আগের মতোই জেলা সফর । একইসঙ্গে পঞ্চায়েত স্তরের সংগঠনের কথা মাথায় রেখে বুথস্তরের কর্মী সম্মেলনও করছেন তিনি । কদিন আগেই জঙ্গলমহলের গুরুত্বপূর্ণ দুই জেলা পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে প্রশাসনিক বৈঠক সেরেছেন । আজ অর্থাৎ রবিবার রওনা হচ্ছেন পুরুলিয়া ও বাঁকুড়া সফরে । তবে আজই পুরুলিয়া যাচ্ছেন না মুখ্যমন্ত্রী। আজ কলকাতা থেকে দুর্গাপুর রওনা দেবেন তিনি । বিকেলে কলকাতা থেকে হেলিকপ্টারে দুর্গাপুরের শহিদ ভগত্ সিং স্টেডিয়ামে যাবেন মুখ্যমন্ত্রী । এরপর দুর্গাপুর সার্কিট হাউস ‘সম্পন্ন’-তে রাত্রিবাস করবেন মমতা । আজ দুর্গাপুরে রাত্রিবাস করলেও, আগামিকাল অর্থাৎ সোমবার আকাশপথে তিনি রওনা দেবেন পুরুলিয়ায়। কাল পুরুলিয়ার রবীন্দ্র ভবনে প্রশাসনিক বৈঠক করবেন তিনি । মঙ্গলবার সকাল এগারোটা নাগাদ পুরুলিয়া শহরের শিমুলিয়ায় কর্মিসভায় যোগ দেবেন মুখ্যমন্ত্রী । ৩১ মে ওই কর্মিসভা শেষে চপারে করে বাঁকুড়ায় উড়ে যাবেন মুখ্যমন্ত্রী । ওই দিনই সেখানে প্রশাসনিক বৈঠক করার কথা । এরপর 1 জুন বাঁকুড়ায় তৃণমূলের কর্মিসভা করবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় । তারপর সেখান থেকে কলকাতা ফিরে আসবেন মুখ্যমন্ত্রী । একুশের বিধানসভা নির্বাচনের পর এই প্রথম জঙ্গলমহলের পুরুলিয়া সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । কাজেই প্রশাসনিক দিক থেকে এই সফর গুরুত্বপূর্ণ । একদিন আগেই বিজেপি নেতা সৌমিত্র খাঁ জঙ্গলমহলকে আলাদা রাজ্য গঠনের দাবি তুলেছেন । এ ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর এই সফর জনগণের আস্থা অর্জনের জন্য খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল । গত লোকসভা নির্বাচনে পুরুলিয়া ও বাঁকুড়ায় দলের ফলাফল আশানুরূপ হয়নি । এমতাবস্থায় দলকে আবার ২৪-এর লোকসভা নির্বাচনের আগে জঙ্গলমহলের মানুষের কাছে পৌঁছনোর নির্দেশ দিতে পারেন দলনেত্রী । সে দিক থেকে এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল ।