
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে লন্ডন যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে লন্ডন যাচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ২১ মার্চ কলকাতা থেকে রওনা দেওয়ার কথা রয়েছে তাঁর। দুবাই হয়ে লন্ডনে পৌঁছবেন তিনি। সূত্রের খবর, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে বক্তৃতার পাশাপাশি শিল্প সম্মেলনের একাধিক অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা মমতার। ২৯ মার্চ তিনি কলকাতায় ফিরবেন। রাজ্যে তাঁর সরকারের নেওয়া জনকল্যাণমূলক প্রকল্প অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে তাঁর বক্তৃতার বিষয়বস্তু হতে পারে বলে জানা গিয়েছে। তাঁর কথা শোনার জন্য বিশিষ্টদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনীরাও উপস্থিত থাকতে পারেন বলে জানা গিয়েছে। শিল্প সম্মেলনে ইউনাইটেড কিংডম ইন্ডিয়া বিজনেজ কাউন্সিলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। সেখানে রাজ্যের শিল্পবান্ধব পরিস্থিতির কথা তুলে ধরবেন তিনি। তার সফরসঙ্গী হিসেবে থাকার কথা রয়েছে মুখ্যসচিব মনোজ পন্থ সহ রাজ্যের বেশ কয়েকজন পদস্থ কর্তার।