বন্দে-ভারতের উদ্বোধনী মঞ্চে মোদিকে মাতৃবিয়োগের সমবেদনা মমতার
মায়ের শেষকৃত্যের পরই ভার্চুয়াল মাধ্যমে বাংলার দু’টি রেল প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। শুক্রবার বেলা সাড়ে ১১টা নাগাদ তিনি ভার্চুয়ালি সবুজ পতাকা নেড়ে হাওড়া স্টেশন থেকে বন্দে ভারত ট্রেনের উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মায়ের মৃত্য়ুতে গভীর শোকপ্রকাশ করলেন রাজ্য়ের মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়। মাতৃবিয়োগের পরও প্রধানমন্ত্রীকে কর্তব্যে অবিচল দেখে সাধুবাদ জানালেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “ব্যক্তিগত জীবনে আপনার এতবড় ক্ষতি সত্ত্বেও আপনি বাংলার জন্য ভার্চুয়ালি এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীকে বলেন, “আপনি আপনার কর্তব্যে অবিচল। মায়ের প্রতি আপনার ভালোবাসা এভাবেই ব্যক্ত করেছেন। আপনাকে এর জন্য আমার আন্তরিক সমবেদনা। আপনি হয়ত সশরীরে পশ্চিমবঙ্গে আসতে পারেননি কিন্তু আপনার হৃদয় দিয়ে আপনি বাংলায় পৌঁছে গিয়েছেন। আমি আপনাকে অনুরোধ করছি এই অনুষ্ঠান দ্রুত শেষ করে বিশ্রাম করুন। আপনার পরিবারকে সমবেদনা জানানোর ভাষা নেই আমার। মায়ের কোনও বিকল্প হতে পারে না। আপনার মা, আমারও মা। এটা আপনার জন্য খুবই দুঃখের দিন। ঈশ্বর আপনাকে শক্তি দিক এই শোক কাটিয়ে ওঠার জন্য।”