আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা জানিয়ে টুইট মুখ্যমন্ত্রীর

আজ আন্তর্জাতিক নারী দিবস। লিঙ্গ বৈষম্য দূর করে কাজের ক্ষেত্রে সমানাধিকার ও ভোটাধিকারের দাবিতে পশ্চিমি দুনিয়ায় যে আন্দোলন শুরু হয়েছিল, সেখানেই নিহিত নারীদিবস উদযাপনের শিকড়। আজকের দিনে নারী দিবসের শুভেচ্ছা জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি টুইটারে লেখেন, ‘বিশ্বের সকল মহিলাকে আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা। আপনারা আমাদের গর্বিত করেছেন। আপনাদের অবদান ছাড়া সমাজের অগ্রগতি সম্ভব হত না। তিনি আরও লিখেছেন, আমাদের রাজ্য নারীর ক্ষমতায়ন ও মহিলারা যাতে সমাজে অবদান রাখতে পারেন, তার উপযুক্ত পরিবেশ তৈরি করতে বদ্ধপরিকর।’

error: Content is protected !!