আগামী সপ্তাহে জগন্নাথ মন্দিরে পুজো দিতে পুরী যাচ্ছেন মুখ্যমন্ত্রী, দেখা করবেন নবীন পট্টনায়েকের সঙ্গেও

আগামী সপ্তাহে পুরী যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী সপ্তাহে পুরী যেতে পারেন। সেখানে গিয়ে মঙ্গল কামনায় মন্দিরে পুজোও দিতে পারেন রাজ্যের প্রশাসনিক প্রধান। পুরীর জগন্নাথ মন্দিরে পুজো দিতে পারেন তিনি। জানা গিয়েছে, আগামী ২১ মার্চ দুইদিনের জন্য ওড়িশা সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। সফরের প্রথম দিন তিনি ভুবনেশ্বরে থাকবেন। এর পরেরদিন, অর্থাৎ ২২ মার্চ পুরীর জগ্গনাথ মন্দিরে পুজো দিতে যাবেন তিনি। এই সফরে ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের সঙ্গেও দেখা করতে পারেন তিনি। আগামী ২৩ মার্চ বাংলা ও ওড়িশার মুখ্যমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা রয়েছে।

error: Content is protected !!