
দোলের পরই পূর্ণাঙ্গ রাজ্য কমিটি ঘোষণা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় !
শুক্রবার জাতীয় স্তরে দলের নেতাদের দায়িত্ব বণ্টনের পর, এ বার জেলা স্তরে দলকে ঢেলে সাজাতে চান মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই মতো উদ্যোগ শুরু হল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসে। দোলের আগেই সেই কাজ সম্পন্ন করে ফেলবেন তৃণমূল সুপ্রিমো। প্রবীণ এবং নবীনের ভারসাম্য রেখে কমিটিগুলো তৈরির প্রক্রিয়া চলছে । এই মুহূর্তে রাজ্যে ১০৮টি পৌরসভার ভোট যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছে দল । ভোট-পরবর্তী দলের রাজ্য কমিটি ও অন্যান্য শাখা সংগঠনগুলিকে নিয়ে সিদ্ধান্ত নেবেন তৃণমূল সুপ্রিমো । কিছুদিন ধরেই অভিযোগ উঠছিল, দলের মূল সংগঠনের পাশে সমান্তরালভাবে সংগঠন চালাচ্ছেন দলের কিছু নেতা। সাম্প্রতিক গোষ্ঠীদ্বন্দ্বের পেছনে এই সমান্তরাল সংগঠনের নেতাদের একটা ভূমিকা বারবার উঠে আসছিল । মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন দলের অন্দরেই গোষ্ঠী বিভেদ মুছে দিতে । একটাই দলে আলাদা আলাদা শাখা থাকলেও তার মূল চালিকাশক্তি হতে চান মমতা বন্দ্যোপাধ্যায় ৷ আর এই কারণেই ব্লক থেকে জেলা, এমনকী রাজ্য কমিটিতেও বেশকিছু রদবদল আগামী দিনে লক্ষ্য করা যেতে পারে । সম্প্রতি জাতীয় ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক দায়িত্ব বিন্যাসের সময় ঠিক যে ভাবে অভিজ্ঞদের অভিজ্ঞতা এবং তারুণ্যের গুরুত্ব দিয়ে দায়িত্ব বণ্টন করা হয়েছে । একইভাবে নতুন-পুরনোদের নিয়েই নয়া রাজ্য কমিটি করতে চান মমতা বন্দ্যোপাধ্যায় । যদিও এই মুহূর্তে রাজ্যে 108টি পৌরসভার ভোট যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছে দল । ভোট-পরবর্তী দলের রাজ্য কমিটি ও অন্যান্য শাখা সংগঠনগুলিকে নিয়ে সিদ্ধান্ত নেবেন তৃণমূল সুপ্রিমো ।