
কেরলের ওয়েনাড়ে যাচ্ছেন ২ তৃণমূল সাংসদ, বিপর্যস্তদের পাশে থাকার বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের
প্রবল বর্ষণের জেরে ভূমিধস, বিপর্যস্ত কেরলের ওয়েনাড়। বিধ্বস্ত ওয়েনাড়ের পরিস্থিতি নিয়ে এক্স হ্যান্ডলে শোকপ্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি সেখানে মানুষের পাশে দাঁড়ানোর জন্য দলের দুই সাংসদ সুস্মিতা দেব এবং সাকেত গোখলেকে পাঠানোর সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি। তিনি একটি পোস্টে লিখেছেন, ‘কেরলের ওয়েনাড়ে ভূমিধসের ঘটনায় আমরা অত্যন্ত উদ্বিগ্ন। মারাত্মক বিপর্যয় ঘটেছে। মানবিক কারণে, আমরা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের জন্য আমাদের দুই সাংসদ – সাকেত গোখলে এবং সুস্মিতা দেবের একটি দল পাঠাচ্ছি। তাঁরা সেখানে দুই দিন থাকবেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলির মঙ্গল কামনায় সর্বাত্মক সাহায্য-সহযোগিতা করবেন। আমি ক্ষতিগ্রস্তদের পরিবারের প্রতি আমার সমবেদনা জানাই, যাঁরা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাঁদের প্রতি আমার সমর্থন ও সহমর্মিতা জানাই।”
We are greatly perturbed by the news of the Wayanad landslides in Kerala. It is really a grave disaster.
— Mamata Banerjee (@MamataOfficial) August 1, 2024
On humanitarian grounds, we are sending a team of two of our MPs – Saket Gokhale & Sushmita Dev – to visit the affected areas. They will stay there for two days and will…