
আজ সিঙ্গুরে ১২ হাজার কিলোমিটার গ্রামীণ রাস্তার সূচনা করবেন মুখ্যমন্ত্রী
পঞ্চায়েত নির্বাচনের আগে গ্রামীণ রাস্তায় নির্মাণ ও সংস্কারের জন্য রাজ্য বাজেটে বিশেষ অর্থ বরাদ্দ করেছে নবান্ন। রাজ্য নিজের টাকায় ১২ হাজার কিলোমিটার গ্রামীণ রাস্তা নির্মাণ ও সংস্কার কাজ করতে চলেছে। আজ, মঙ্গলবার তার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সিঙ্গুর থেকেই এই কাজের সূচনা করবেন মুখ্যমন্ত্রী। দুপুরে সিঙ্গুর থেকে ভার্চুয়ালি রাজ্যজুড়ে ১২ হাজার কিলোমিটার গ্রামীণ রাস্তা নির্মাণের কাজের সূচনা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই তার প্রস্তুতি চূড়ান্ত হয়েছে। গোটা রাজ্যজুড়ে এই গ্রামীণ রাস্তা নির্মাণ ও সংস্কার কাজের জন্য টেন্ডার প্রক্রিয়ার কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে। আজ, মঙ্গলবার থেকেই রাস্তাগুলি নির্মাণের কাজ শুরু হয়ে যাবে বলে নবান্ন সূত্রে খবর। মূলত ‘রাস্তাশ্রী’ এই প্রকল্পের জন্য রাজ্য বাজেটে তিন হাজার কোটি টাকা বরাদ্দ হয়েছে।