
এবার দুবাই ও স্পেনে যেতে পারেন মুখ্যমন্ত্রী
বাংলায় শিল্পে বিনিয়োগ আনতেই ফের বিদেশ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনটাই জানা যাচ্ছে নবান্ন সূত্রে। প্রাথমিকভাবে জানা গেছে সেপ্টেম্বর মাসের মাঝামাঝি দুবাই ও স্পেনে যেতে চান মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নের তরফে ইতিমধ্যেই কেন্দ্রের কাছে চিঠি ও পাঠানো হয়েছে বলেই সূত্রের খবর। কেন্দ্রের থেকে অনুমোদন মিললেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সফরসূচি বিস্তারিত আকারে চূড়ান্ত করা হবে বলে সূত্রের খবর।