‘বউয়ের কোভিড, এদিকে আমার ভাই ঘুরে বেড়াচ্ছে’, বাবুনের ওপর ক্ষুব্ধ দিদি

বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠকে বলেন, ‘দেখা যাচ্ছে স্ত্রীর হয়েছে এদিকে স্বামী বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে। বাড়িতে কারোর রিপোর্ট পজিটিভ এলে যে বাকিদেরও আইসোলেশনে থাকা উচিত তা আমরা ভুলে গেছি।’ একথা বলেই তিনি বলেন, ‘আমার বাড়িতেও একজন এমনটা করেছে। আমি খুব ক্ষুব্ধ। আমার ছোট ভাইয়ের বউয়ের কোভিড হয়েছে। এদিকে বাবুন এদিক-ওদিকে ঘুরে বেড়াচ্ছে। আমি এটা পছন্দ করি না। আমি খুব আউট স্পোকেন মানুষ। বাড়ি থেকেই কর্তব্যটা শুরু করা উচিত। আমি বলে দিয়েছি কাল থেকে বের হতে না। নেগেটিভ হলেও সতর্ক থাকতে হবে। আজ হয়নি তো কাল হতে পারে। রোগ ছড়ানো কি আমার দায়িত্ব? কখনই সেটা হতে পারে না।’

error: Content is protected !!