নয়াচর দ্বীপে ১০ হাজারের বেশি কর্মসংস্থান, নয়া পরিকল্পনা রাজ্য সরকারের

এবার রাজ্যের নজরে নয়াচর। বাম আমলে এই দ্বীপে পরিবেশের ক্ষয়ক্ষতির তোয়াক্কা না করে কেমিকেল হাব গড়ার উদ্যোগ নেওয়া হয়েছিল। যদিও সেই পরিকল্পনা বেশি দূর এগোয়নি। পরিবর্তনের পরে রাজ্য সরকার ওই জমি ফেরতও নিয়ে নেয় বেসরকারি সংস্থার কাছ থেকে। এখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিবেশের ভারসাম্য বজায় রেখে ওই জমিতে নয়া প্রকল্প গড়ে তোলার পরিকল্পনা শুরু করেছেন। এমন প্রকল্প তিনি সেখানে গড়ে তুলতে চান যা ১০ হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি করবে। চলতি মাসেই নয়াচরের জমি লিজে দেওয়ার প্রক্রিয়া শুরু হবে। পরিবেশের ভারসাম্য বজায় রেখে চিরাচরিত মাছ চাষের মাধ্যমেই প্রায় ১০ হাজার কর্মসংস্থান সৃষ্টির ‘টার্গেট’ নিয়েছে রাজ্য।

error: Content is protected !!