ভিড় সামলাতে নেতাজি ইন্ডোরের বাইরে জায়ান্ট স্ক্রিন, মুখ্যমন্ত্রীর সঙ্গে চাকরিহারাদের বৈঠক শুরু

নেতাজি ইন্ডোর ছাপিয়ে ভিড় উপচে পড়তে পারে বাইরে- এটা আঁচ করে আজ, বৃহস্পতিবার তৃণমূলের বিশেষ সম্মেলনের জন্য স্টেডিয়ামের আশপাশে একাধিক জায়ান্ট স্ক্রিনের ব্যবস্থা করা হচ্ছে। তৃণমূলের এই বিশেষ সম্মেলনের লাইভ স্ট্রিমিং হবে, তাই জেলায় জেলায় জায়ান্ট স্ক্রিনেও এই সম্মেলন দেখানোর ব্যবস্থা করা হচ্ছে। ইতিমধ্যেই চলে এসেছে মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। নেতাজি ইন্ডোরের মুখ্যমন্ত্রীকে বলছেন চাকরিহারাদের প্রতিনিধিরা ৷ নিজেদের অবস্থার কথা জানাচ্ছেন তাঁরা ৷ এ দিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘যাঁরা যোগ্য তাঁদের চাকরি নিশ্চিত করার দায়িত্ব সরকারের। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই পুরোটা করব। আপনাদের তো কেউ বরখাস্ত করেনি এখনও পর্যন্ত। কোনও নোটিশ পেয়েছেন। আপনার বিরুদ্ধে দুর্নীতি না প্রমাণ করতে পারলে কেউ আপনাকে তাড়াতে পারে না। আপনারা স্কুলে যান, ক্লাস করান।’ সিপিএম-কে আক্রমণ করে এ দিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,  ‘বিকাশরঞ্জন ভট্টাচার্য কেন মামলা করলেন? আমি অনেক বিষয় জেনেও সিপিএম-এর কারও চাকরি কেড়ে নিইনি। আমি বেঁচে থাকতে কোনও যোগ্যদের চাকরি কেড়ে নিতে দেব না। আমি চ্যালেঞ্জ করে বলছি আমি জীবনে জেনে শুনে কারও চাকরি খাইনি। তাই অনেক বদহজম হওয়া সত্ত্বেও সিপিএম-এর কারও চাকরি খাইনি।’ মমতা বন্দ্যোপাধ্যায় এ দিন বলেন, ‘চাকরিহারা যোগ্যদের জন্য আইনি লড়াই লড়বেন অভিষেক মনু সিঙ্ঘভি, কপিল সিব্বল, প্রশান্ত ভূষণ, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, রাকেশ দ্বিবেদীরা।’

error: Content is protected !!