ফের সারপ্রাইজ ভিজিট, নবান্নে অর্থ দফতরের অফিস পরিদর্শন মুখ্যমন্ত্রীর

নবান্নে প্রশাসনিক কাজকর্ম ঠিক মতো হচ্ছে কি না তা সরেজমিনে খতিয়ে দেখতে বুধবার স্বরাষ্ট্র দফতরের অফিসে সারপ্রাইজ ভিজিট করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবারের পর ফের বৃহস্পতিবার আচমকা ঢুঁ মারলেন প্রশাসনিক দফতরে। এদিন ১২ তলায় অর্থ দফতরের অফিসে ঢুকে পড়েন রাজ্যের প্রশাসনিক প্রধান। নবান্নের ১৪ তলায় মুখ্যমন্ত্রীর নিজের অফিস। নবান্ন সূত্রের খবর, বৃহস্পতিবার দুপুরে ১২ তলায় আচমকা লিফট থেকে নামেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীকে নামতে দেখে অবাক হয়ে যান অনেকেই। এদিন অর্থ দফতরের সচিবের ঘরে যান রাজ্যের প্রশাসনিক প্রধান। সেখান থেকে বেরিয়ে ওই তলার ইন্টিগ্রেটেড ফাইন্যান্স ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে ঢোকেন। বেশ কিছুক্ষণ ঘুরে দেখেন। পরিদর্শনের পর অর্থ সচিবকে সঙ্গে নিয়ে নবান্নের ১৪ তলায় যান তিনি। তবে কী কারণে এদিন সারপ্রাইজ ভিজিট মুখ্যমন্ত্রীর তা এখনও স্পষ্ট নয়। উল্লেখ্য বুধবার আচমকা নবান্নের পাঁচতলায় যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘড়ির কাঁটায় তখন ঠিক দুপুর বারোটা বেজে দশ মিনিট। পাঁচ তলায় ঘুরে দেখেন স্বরাষ্ট্র ও পার্বত্য দফতর। কথা বলেন কর্মীদের সঙ্গে। তবে অধিকাংশ চেয়ার ফাঁকা দেখে কর্মীদের অনুপস্থিতি নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

error: Content is protected !!