কাশীতে বঙ্গভবন গড়তে চান মমতা বন্দ্যোপাধ্যায়

এবার লক্ষ্য ২০২৪। লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদি ও তাঁর দল বিজেপিকে হারিয়ে কেন্দ্রে সরকার গড়া। সেই লক্ষ্যে ইতিমধ্যেই প্রচারের কাজ শুরু করে দিয়েছে বাংলার শাসক দল তৃণমূল। তার মাঝেই এল চমকপ্রদ খবর। মোদির কাশীতে এবার বঙ্গভবন তৈরি করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কাশী বা বেনারসে যাওয়া হাজার হাজার বাঙালি পর্যটক ও তীর্থযাত্রীদের কথা মাথায় রেখেই বাংলার রাজ্য সরকার এই পরিকল্পনা নিয়েছে। সেই সঙ্গে সেখানে কোচবিহার রাজাদের একটি সম্পত্তিও লিজ নিতে পারে রাজ্য সরকার। তা নিয়েও রাজপরিবারের সদস্যদের সঙ্গে কথাবার্তা শুরু করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।

error: Content is protected !!