
বড়দিনের বিশেষ প্রার্থনায় পর্তুগিজ চার্চে মুখ্যমন্ত্রী
বড়দিন উপলক্ষে আলোর সাজে সেজে উঠেছে তিলোত্তমা। পার্কস্ট্রিট হোক বা পার্ক সার্কাস অথবা নিউটাউন, বড়দিন উদযাপনে মেতেছেন বাঙালি। বরাবরের মতো তাতে শামিল হলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার রাতে পর্তুগিজ চার্চে বিশেষ প্রার্থনায় যোগ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তাঁর পাশে ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাঁর কন্যা আজানিয়াও। সেখানে উপস্থিত ছিলেন কলকাতার নগরপাল বিনীত গোয়েলও। পর্তুগিজ চার্চে যিশুর মূর্তিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মমতা বন্দ্যোপাধ্যায়। প্রার্থনার পর ফাদারের কাছ থেকে আশীর্বাদ নেন মুখ্যমন্ত্রী। চার্চের তরফে মুখ্যমন্ত্রীর হাতে একটি উপহার তুলে দেওয়া হয়। চার্চে প্রার্থনায় উপস্থিতি ফাদার ও নানদের সঙ্গে কথা বলেন। তাঁদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন মমতা বন্দ্যোপাধ্যায়।
