স্ত্রীকে খুন করে দেহ স্যুটকেসে লুকিয়ে রেখে পালাল স্বামী, পুণে থেকে গ্রেফতার অভিযুক্ত

বেঙ্গালুরুতে ফের চাঞ্চল্যকর হত্যাকাণ্ড। দক্ষিণ বেঙ্গালুরুর এক আবাসনে ভাড়া নিয়ে থাকা ৩৬ বছরের এক ব্যক্তি তার ৩২ বছর বয়সী স্ত্রী-কে খুন করে স্যুটকেসে দেহ লুকিুয়ে রেখে পালায়। পরে সেই ব্যক্তি পুণে থেকে ফোন করে বেঙ্গালুরুর বাড়ির মালিক জানায়, সে তার স্ত্রী-কে খুনের পর দেহ তার ঘরের এক কোণে স্যুটকেসে রেখে পালিয়ে গিয়েছে। মোবাইল টাওয়ার ধরে অভিযুক্তর ঠিকানা পেয়ে যায় বেঙ্গালুরু পুলিশ। এরপর বেঙ্গালুরু পুলিশের এক বিশেষ দল পুণেতে এসে স্থানীয় পুলিশের সঙ্গে অভিযান চালিয়ে স্ত্রী-কে খুনের অভিযোগ ওঠা রাকেশ রাজেন্দ্র খেদেকার (৩৬)-কে গ্রেফতার করা। কাজের সূত্রে মুম্বই থেকে বেঙ্গালুরুতে ভাড়া নিয়ে ছিল রাকেশ ও তার স্ত্রী। বেঙ্গালুরুর এক সফটওয়ার ফার্মে প্রোজেক্ট ম্যানেজারের কাজ করা রাকেশ তাঁর স্ত্রী গৌরী সামব্রেকার-কে একটা ফ্ল্যাটে দক্ষিণ বেঙ্গালুরুতে দু’কামরার ঘর ভাড়া নিয়ে থাকত। রাকেশের স্ত্রী গৌরী মাস কমিউনিকেশনে স্নাতক হওয়ার পর বেঙ্গালুরুতে চাকরির খোঁজ করছিলেন। কিন্তু স্ত্রী-কে খুনের পর দেহ লোপাট করতে একটি স্যুটকেস কিনে আনে সেই ব্যক্তি। তারপর তার স্ত্রী-র মৃতদেহ বেঙ্গালুরুর সেই ফ্ল্যাটে ফেলে রেখে পালায় রাকেশ।

error: Content is protected !!