প্রেমে প্রত্যাখ্যাত! প্রেমিকার বাড়িতে বোমা ছুড়ল যুবক, আহত ৪

প্রেমে প্রত্যাখ্যাত। রাগে প্রেমিকার বাড়ির লোকজনকে বোমা মেরে জব্দ করার অভিযোগ উঠল প্রেমিকের বিরুদ্ধে। শুক্রবার রাতে পশ্চিম বর্ধমান জেলার পাণ্ডবেশ্বরের এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। বোমার আঘাতে তরুণীর পরিবারের চারজন আহত। স্থানীয় বাহাদুরপুর উপ–স্বাস্থ্যকেন্দ্রে তাঁদের চিকিৎসা চলছে। ঘটনার তদন্ত করছে পুলিশ।
স্থানীয়রা বলছেন, পাণ্ডবেশ্বর থানার জামুড়িয়া ২ নম্বর ব্লকের ডোম–বাউড়িপাড়া এলাকার বাসিন্দা রাজীব বাউড়ির সঙ্গে ওই এলাকার এক তরুণীর প্রেম ছিল। তবে তরুণীর পরিবারের দাবি, এক বছর আগেই তাঁদের মেয়ে সম্পর্ক থেকে বেরিয়ে এসেছে। কিন্তু সম্পর্ক রাখার জন্য রাজীব তাঁকে চাপ দিতেন বলে তরুণীর পরিবারের তরফে অভিযোগ করা হয়েছে। এমনকি তরুণীকে খুনের হুমকিও দিয়েছিল রাজীব, অভিযোগ পরিবারের। তারপর শুক্রবার রাতে এই কাণ্ড!‌ অভিযোগ, শুক্রবার রাতে তরুণীর পরিবারের লোকজনকে উদ্দেশ্য করে বোমা ছোড়ে রাজীব। বোমার আঘাতে আহত হন মানিক বাদ্যকর, তারক বাদ্যকর, হাদু বাউড়ি এবং লক্ষ্মীকান্ত বাউড়ি।

error: Content is protected !!