ফের প্রধানমন্ত্রী মোদি ও অমিত শাহ-কে প্রাণনাশের হুমকি
ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে প্রাণনাশের হুমকি। তবে এবার তিনি একা নন। প্রধানমন্ত্রীর পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারকেও খুনের হুমকি দিয়ে পুলিশের কাছে ফোন করে এক ব্যক্তি। বুধবার সকালে দু’বার দিল্লি পুলিশের কাছে ফোন করে অভিযুক্ত। ঘটনাটি ঘিরে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। দিল্লি পুলিশ সূত্রে খবর, তদন্তের জন্য ইতিমধ্যেই একটি বিশেষ দল গঠন করা হয়েছে। অভিযুক্ত মত্ত অবস্থায় ফোন করেছিল বলেই জানা গিয়েছে। অভিযুক্তের পরিবারের সঙ্গেও যোগাযোগ করতে পেরেছেন তদন্তকারীরা। জানা গিয়েছে, গতকাল রাত থেকে মদ্যপান শুরু করে সে। তারপর থেকে বাড়িতেও ফেরেনি। কিন্তু তার সন্ধান শুরু করেছে পুলিশ। দ্রুত তাকে গ্রেপ্তার করা হবে। উল্লেখ্য, গত এপ্রিল মাসে কেরল সফরের আগে নরেন্দ্র মোদিকে খুনের হুমকি দিয়েছিল এক যুবক। কেরল বিজেপির সভাপতি কে সুরেন্দ্রনকে চিঠি মারফত খুনের হুমকি দিয়েছিল। কয়েক ঘণ্টার মধ্যে তাকে গ্রেপ্তারও করে কেরল পুলিশ।