
নতুন করে ফের সংঘর্ষ মণিপুরে, মৃত ১, আহত ২৭ পুলিশকর্মী
ফের অশান্ত মণিপুর ! নতুন করে সংঘর্ষে ফের মৃত্যু হয়েছে একজনের ৷ ইম্ফল এবং পার্বত্য জেলাগুলির মধ্যে ফের বাস পরিষেবা চালু করার বিরুদ্ধে প্রতিবাদ করছে কুকি-জো আদিবাসী সংগঠনগুলি ৷ সেই ইস্যুতেই বিভিন্ন জেলায় সংঘর্ষে ২৭ জন নিরাপত্তা কর্মী সহ কমপক্ষে ৪৩ জন আহত হয়েছেন ৷ ঘটনায় এক বিক্ষোভকারীর মৃত্যু হয়েছে ৷ এক সিনিয়র পুলিশ আধিকারিক জানিয়েছেন, রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুযায়ী শনিবার থেকে রাজ্যে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার উদ্যোগ হিসাবে জনসাধারণের অসুবিধা দূর করতে নিরাপত্তা রক্ষার ক্ষেত্রে মণিপুর রাজ্য পরিবহণ কর্পোরেশন বাস পরিষেবাগুলি ফের চালু করা হয়েছিল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মণিপুর রাজ্যজুড়ে অবাধ চলাচল নিশ্চিত করার নির্দেশের এক সপ্তাহ পরে, গত ২২ মাস ধরে জাতিগত হিংসায় অশান্ত রাজ্যে নতুন করে সংঘর্ষে ফের উত্তপ্ত হয়ে উঠেছে মণিপুর। সূত্রের খবর, শনিবার মণিপুরের কাংপোকপি জেলায় নতুন হিংসা শুরু হয়েছিল যখন রাজ্য প্রশাসন ইম্ফল থেকে কাংপোকপি জেলা হয়ে সেনাপতি এবং ইম্ফল থেকে বিষ্ণুপুর হয়ে চুরাচাঁদপুর পর্যন্ত বাস পরিষেবা ফের চালু হয়েছিল। কাংপোকপিতে, কিছু গ্রামের লোক পাথর দিয়ে রাস্তা অবরোধ করে ৷ একটি বাসেও আগুন লাগিয়ে দেওয়া হয় বলে খবর ৷ আইনশৃঙ্খলা বজায় রাখতে স্থানীয়দের সঙ্গে নিরাপত্তা কর্মীদের মধ্যে সংঘর্ষও শুরু হয় ৷ স্থানীয়দের অভিযোগ, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিরাপত্তা বাহিনী লাঠিচার্জ করায় বেশ কয়েকজন গ্রামের স্বেচ্ছাসেবক আহত হয়েছেন। শুক্রবার, মণিপুরের মুখ্যসচিবের তরফে জারি করা একটি বিবৃতি জানানো হয়েছে, মণিপুরে বাস পরিষেবাগুলি শনিবার থেকে ফের শুরু হবে ৷ কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী বাস পরিষেবাগুলির নিরাপত্তার জন্য এসকর্ট করবে। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, বাসগুলি ইম্ফল-কাংপোকপি-সেনাপতি, সেনাপতি-কাংপোকপি-ইম্ফল, ইম্ফল-বিষ্ণুপুর-চুরাচাঁদপুর এবং চুরাচাঁদপুর-বিষ্ণুপুর-ইম্ফল রুটে মেইতি, কুকি এবং নাগা এলাকা জুড়ে চলবে। মণিপুর প্রশাসন এর আগে মণিপুর হেলি সার্ভিসের অধীনে হেলিকপ্টার পরিষেবা ফের চালু করার কথা ঘোষণা করেছিল। মুখ্যসচিবের বিবৃতিতে জানানো হয়েছে, কেউ যদি বাস পরিষেবার অবাধ চলাচলে বাধা দেওয়ার চেষ্টা করে তবে আইনের আওতায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে ৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গত 1 মার্চ মণিপুরের নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করেছেন ৷ মণিপুরের রাস্তায় সকলের জন্য অবাধ চলাচল নিশ্চিত করতে নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দিয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী সকলের জন্য অবাধ চলাচল শুরু করার জন্য 8 মার্চের সময়সীমা নির্ধারণ করেছিলেন ৷