নিরপেক্ষ তদন্ত চেয়ে সুপ্রিমকোর্টে মণিপুর কাণ্ডের দুই নির্যাতিতা

মণিপুরে দুই কুকি যুবতীকে গণধর্ষণ এবং নগ্ন করে ঘোরানোর ঘটনায় ইতিমধ্যেই স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে তদন্তে নেমেছে সিবিআই। কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার উপরে বিশ্বাস নেই ভাইরাল ভিডিয়োকাণ্ডের নির্যাতিতারা। তাই সোমবার সকালেই নিরপেক্ষ তদন্ত চেয়ে দেশের শীর্ষ আদালতের দরজায় কড়া নেড়েছেন তিনি। আর ওই খবরে যথেষ্টই অস্বস্তিতে পড়েছে মোদি সরকার। মণিপুরে জাতি হিংসা শুরুর পরের দিন অর্থা‍ৎ ৪ মে মেইতেই দুষ্কৃতীদের বিকৃত লালসার শিকার হতে হয়েছিল কুকি জনজাতির দুই মহিলাকে। প্রকাশ্যে নগ্ন করে ঘোরানো হয়েছিল। এমনকি একজনকে গণধর্ষণও করা হয়েছিল। থানায় অভিযোগ জানালেও কোনও সুরাহা মেলেনি। অবশেষে গত ১৭ জুলাই সমাজমাধ্যমে ভাইরাল হয়ে যায় ওই ন্যক্কারজনক ঘটনার ভিডিয়ো। দেশজুড়ে নিন্দার ঝড় ওঠার পরে নড়েচড়ে বসে মণিপুরের বিজেপি সরকার। ছয়জনকে গ্রেফতার করা হয়। গত সপ্তাহেই ভাইরাল ভিডিয়োকাণ্ডের তদন্ত সিবিআইকে সঁপে দেওয়া হয়। কিন্তু মোদি জমানায় ‘বিশ্বাসযোগ্যহীন’ হয়ে পড়া সিবিআইয়ের তদন্তে আস্থা রাখতে পারছেন না দুই নির্যাতিতা। সোমবারই দেশের শীর্ষ আদালতে বিশেষ আবেদন দাখিল করে, নিরপেক্ষ তদন্তের আর্জি জানিয়েছেন। সেই সঙ্গে তাদের পরিচয় গোপন রাখারও আকুল আর্তি জানিয়েছেন। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পাদরিওয়ালা ও বিচারপতি মনোজ মিশ্রের ডিভিশন বেঞ্চে আজই ওই আর্জির শুনানি হবে। একই সঙ্গে মণিপুর ভাইরাল ভিডিয়োকাণ্ডে ধৃতদের বিচার প্রক্রিয়া ভিন রাজ্যে সরানো নিয়ে কেন্দ্রের আর্জির শুনানিও রয়েছে আজ।

error: Content is protected !!