জামিন পেলেন দিল্লি প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া

অসুস্থ স্ত্রীর সঙ্গে দেখা করার জন্য শর্তসাপেক্ষে আবগারি মামলায় গ্রেফতার মণীশ সিসোদিয়াকে আগেই অনুমতি দিয়েছিল দিল্লি হাইকোর্ট। সেই অনুমতি পাওয়ার পরেই স্ত্রীর সঙ্গে দেখা করলেন প্রবীণ আপ নেতা। শারীরিক অবস্থা অবনতি হওয়ায়, বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন সিসোদিয়ার স্ত্রী। অসুস্থ স্ত্রীর সঙ্গে সকল ১০টা থেকে বিকেল পাঁচটার মধ্যে দেখা করার অনুমতি দেয় দিল্লি হাইকোর্ট। শনিবার সকালেই দিল্লি প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী মথুরা রোডের তাঁর বাসভবনে যান। শারীরিক অবস্থা অবনতি হওয়ায়, এরপরেই সিসোদিয়ার অসুস্থ স্ত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে খবর। এর আগে শুক্রবার অসুস্থ স্ত্রীকে দেখতে সিসোদিয়ার আবেদন শর্তসাপেক্ষে মঞ্জুর করেছিল দিল্লি হাইকোর্ট। শর্ত হিসেবে বলা হয়েছিল, সাক্ষাতের সময় বাড়িতেই থাকতে হবে আপ নেতাকে। পরিবারের লোকজন ছাড়া অন্য কারও সঙ্গে সাক্ষাতের উপর জারি করা হয়েছে নিষেধাজ্ঞা। সেই সঙ্গে কোনও সংবাদমাধ্যমের সামনে দিল্লির প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে পরাবেন না বলেও নির্দেশ দিয়েছে হাইকোর্ট।