রাজনৈতিক গুরুদের খুশি করতেই মণীশ সিসোদিয়াকে গ্রেফতার সিবিআইয়েরঃ কেজরিওয়াল

দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার সিবিআইয়ের গ্রেফতার করা নেই উত্তপ্ত রাজধানীর রাজনীতি। মদের দোকানে লাইসেন্স প্রদানে দুর্নীতির অভিযোগে মণীশের গ্রেফতারের বিরোধিতায় রাস্তায় নেমেছে আম আদমি পার্টি। রবিবার গ্রেফতারির আগে থেকে আপ নেতা-কর্মী-সমর্থকরা নিশ্চিত হয়ে যান এদিন মণীশকে হেফাজতে নেওয়া হবে। সকালে সিবিআইয়ের সদর দফতরে মণীশ রওনা হওয়ার আগেই দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ প্রধান টুইট করেন, তাঁর পরিবারের পাশে থাকার। এদিন, মণীশের গ্রেফতারি নিয়ে চাঞ্চল্যকর কথা বললেন অরবিন্দ কেজরিওয়াল। কেজরি টুইটারে লিখলেন, আমি শুনেছি মণীশের গ্রেফতারি নিয়ে সিবিআইয়ের বেশীরভাগ অফিসাররাই একমত নন। অনেকেই সেটার বিরোধিতা করেছেন। ওদের সবার মণীশের ওপর গভীর শ্রদ্ধা আছে। পাশাপাশি ওর বিরুদ্ধে কোনও প্রমাণও নেই। কিন্তু রাজনৈতিক চাপের জন্য এবং তাদের রাজনৈতিক গুরুদের খুশি করার জন্য ওরা মণীশকে গ্রেফতার করতে বাধ্য হয়েছে।”

error: Content is protected !!