হাওড়া-বর্ধমান শাখায় টানা ২ সপ্তাহ বাতিল একাধিক ট্রেন

বৃহস্পতিবার ১৫ ডিসেম্বর থেকে আগামী ২৮ ডিসেম্বর পর্যন্ত হাওড়া-বর্ধমান কর্ড লাইনে বাতিল থাকবে একাধিক লোকাল ট্রেন। রেলের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, হাওড়া-বর্ধমান কর্ড লাইনে ইন্টার লকিংয়ের কাজের জন্য প্রায় দু সপ্তাহ লোকাল ট্রেন পরিষেবা ব্যহত হবে। টানা দু সপ্তাহ ট্রেন বাতিলের জেরে ভোগান্তিতে পড়বেন যাত্রীরা।

দেখে নিন কোন কোন ট্রেন বাতিল থাকবেঃ-

হাওড়া থেকে ৩৬৮২৭ নম্বর হাওড়া-বর্ধমান লোকাল, ৩৬০৮৩ নম্বর হাওড়া-মাসাগ্রাম লোকাল, ৩৬০৮৫ নম্বর হাওড়া-মাসাগ্রাম লোকাল বাতিল থাকবে। একইসঙ্গে বাতিল থাকবে ৩৬০১১ নম্বর হাওড়া-বারুইপাড়া লোকাল এবং ৩৬০৭১ নম্বর হাওড়া-গুড়াপ লোকাল। এছাড়াও মাসাগ্রাম থেকে ৩৬০৮৪ এবং ৩৬০৮৬ মশাগ্রাম-হাওড়া লোকাল, বর্ধমান থেকে ৩৬৮৪০ বর্ধমান-হাওড়া কর্ড লোকাল, গুড়াপ থেকে ৩৬০৭২ গুড়াপ-হাওড়া লোকাল, বারুইপাড়া থেকে ৩৬০১২ বারুইপাড়া-হাওড়া লোকাল ও বাতিল থাকবে ১৫ থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত।

error: Content is protected !!