মঙ্গলবার থেকে রাজ্যে আপাতত বন্ধ রেজিস্ট্রি ম্যারেজ

নতুন বছরের দ্বিতীয় দিন মঙ্গলবার থেকে রাজ্যে বন্ধ থাকবে আইনত বিয়ে। এমনই বিজ্ঞপ্তি জারি করল ওয়েস্ট বেঙ্গল ম্যারেজ রেজিস্ট্রার জেনারেলের অফিস। আগামী চারদিন রাজ্যে হবেনা কোনও রকমের রেজিস্ট্রি ম্যারেজ। ফলে যাঁরা আগে থেকে আবেদন করেছিলেন তাঁদের অপেক্ষা আপাতত বাড়ল।  ২০১৯ থেকে অনলাইনে এরাজ্যে আইনি বিয়ে নথিভুক্ত করার কাজ শুরু হয়। ২০২২ সালের ১ নভেম্বর থেকে রেজিস্ট্রি ম্যারেজের জন্য বায়োমেট্রিক যাচাই করার ব্যবস্থা শুরু হয়। এই বায়োমেট্রিক পদ্ধতির কারণে অনেক ক্ষেত্রেই বর-কনের, এমনকী আধিকারিক দের আঙুলের ছাপ না মেলায় নির্দিষ্ট দিনে বিয়ের রেজিস্ট্রেশন ঠিক করে হয়না। এই ধরণের সমস্যা এড়াতে পোর্টালের রক্ষণাবেক্ষণ প্রয়োজন।  তারজন্যই আগামী চারদিন রেজিস্ট্রি ম্যারেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ওয়েস্ট বেঙ্গল ম্যারেজ রেজিস্ট্রার জেনারেলের অফিস।

error: Content is protected !!