মালদার কালিয়াচক থেকে বাজেয়াপ্ত বিপুল পরিমান জালনোট, গ্রেফতার ৩
মালদা থেকে বাজেয়াপ্ত করা হল বিপুল পরিমান জালনোট। বৃহস্পতিবার রাতে মালদার কালিয়াচক থানার বালিয়াডাঙ্গা ঈদগাহ মোড়ের কাছে বেঙ্গল এসটিএফ ও জেলা পুলিশের যৌথ অপারেশনে উদ্ধার হল এই বিপুল পরিমাণ জাল নোট। গ্রেফতার হয় তিন জালনোট পাচারকারী। উদ্ধার হওয়া জাল নোটের মোট পরিমাণ তিন লক্ষ চুরাশি হাজার টাকা। ধৃতদের নাম আখতার উল জামান, আরেশ আলি এবং কামির উদ্দিন মোমিন। এরা সকলের মালদার কালিয়াচকের বাসিন্দা। কালিয়াচক থানার পুলিশ ভারতীয় ন্যায় সংহিতা অনুসারে শুরু করেছে তদন্ত। সীমান্তপারের জাল নোট পাচার চক্রের সঙ্গে ধৃতরা যুক্ত বলেই জানিয়েছে পুলিশ। তাদের সঙ্গে আর কারা জড়িত রয়েছে তা জানার জন্য চলছে জিজ্ঞাসাবাদ। এই এলাকায় জোল নোটের বিরাট চক্র রয়েছে বলেই মনে করছেন তদন্তকারী অফিসাররা।