
বেহালার জেমস লং সরণীর বহুতলে আগুন
বেহালা জেমস লং সরণীর বহুতল আবাসনে আগুন, ঘটনাস্থলে দমকল বাহিনীর তিনটি ইঞ্জিন। দমকল সূত্রে খবর, শর্ট-সার্কিট জনিত কারণে এই আগুন লেগেছে, এমনটাই প্রাথমিকভাবে অনুমান। আগুন লেগেছে বহুতলের পাঁচ তলায়। যুদ্ধকালীন তৎপরতায় দমকল বাহিনী আগুন নেভানোর চেষ্টায় কর্মরত। পুলিশের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। গত রবিবার সন্ধ্যায় সখেরবাজারে এই জেমস লং সরণীতেই একটি নার্সিং হোমে আগুন লাগার ঘটনা হয়েছিল। দমকলের একটি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। গত কয়েক দিনে শহরের বেশ কয়েকটি জায়গায় পর পর আগুন লাগার ঘটনা হল। তার পরেই প্রশ্ন উঠছে নিরাপত্তা নিয়ে। দমকল সূত্রে জানা গিয়েছে, রবিবার দুপুর ৩টে নাগাদ জেমস লং সরণীর ওই ফ্ল্যাটবাড়িতে আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন। পরে আরও দু’টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। ফ্ল্যাটবাড়ি থেকে বাসিন্দাদের নিরাপদে বার করে আনা হয়।