দিল্লিতে ভয়াবহ আগুন। সোমবার রাত ২টো নাগাদ রাজধানীর আনন্দ বিহার এলাকার বস্তিতে আগুন লেগে যায়। দাউ দাউ করে জ্বলতে থাকে একের পর এক ঝুপড়ি। অগ্নিদগ্ধ হয়ে তিন জনের মৃত্যু হয়েছে বলে খবর। আগুনে ঝলসে আহত হয়েছেন একাধিক। যদিও কী ভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল, তা এখনও জানা যায়নি।